একবার টেট পাশ করলে আজীবন থাকবে বৈধতা! মোদী সরকারের বড় সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক পড়ুয়া

টেট নিয়ে বড়সড় স্বস্তির খবর। টেট নিয়ে একাধিক মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে আটকে রয়েছে নিয়োগও। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের।

সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে একবার টেট পাশ করলে সেই বৈধতা থাকবে আজীবন।

এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।

তবে একটা বিষয় মাথায় রাখতে হবে টেট কেন্দ্র ও রাজ্যভিত্তিক হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক স্রেফ টেটের ক্ষেত্রে এই ঘোষণা করেছেন। সেক্ষেত্রে রাজ্যভিত্তিক টেট না কি শুধু কেন্দ্রীয় টেটের কথা বলেছেন তা স্পষ্ট নয়। সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

এই বিষয়টি নিয়ে দ্রুত সমাধান চাইছেন পড়ুয়ারা। তবে কেন্দ্রের সিদ্ধান্তে ইছুটা হলেও স্বস্তিতে পরীক্ষার্থীরা। তবে আগের নিয়ম অনুযায়ী একবার টেট পাশ করলে তার বৈধতা থাকত ৭ বছর।

নয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে টেটের সার্টিফিকেটের বৈধতা থাকবে আজীবন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের বেকারত্ব রুখতে এটি একটি পজিটিভ পদক্ষেপ হতে পারে। আজীবন টেটে ছাড়পত্র পেলে শিক্ষাগত ক্ষেত্রে একটা পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০১১ সালে যাঁরা টেটে দিয়েছেন,তাঁদের ও তারপরের টেট উত্তীর্ণরা এই ঘোষণার সুবিধা পাবেন। নতুন এই ঘোষণা কার্যকরী করে ইতিমধ্যেই রাজ্যগুলিকে বাতিল হয়ে যাওয়া টেট সার্টিফিকেটগুলিকে বৈধতা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম অনুযায়ী এই ঘোষণা কার্যকর হবে বলে জানা গিয়েছে।

More TET News  

Read more about:
English summary
Centre extends validity of TET qualifying certificate to lifetime