সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা খারিজ সুপ্রিম কোর্টে , ব্যাকফুটে বিজেপি নেতা
হিমাচল প্রদেশের বিজেপি নেতার তরফে সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা। রাষ্ট্রদ্রোহিতার মামলা সুপ্রিম কোর্ট এদিন সাফ খারিজ করে দেয়। ফলে বড়সড় ধাক্কা খায় হিমাচল প্রদেশের বিজেপি শিবির।

আদালত কী জানিয়েছে?
প্রসঙ্গত, সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে সাংবাদিকের এক ইউটিউব চ্যানেলে তাঁর বক্তব্যের সূত্র ধরে। সেই বক্তব্যকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন হিমাচল প্রদেশের এক বিজেপি নেতা। এদিন সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি ইউইউ ললিত ও বিনীত সারানের বেঞ্চ গত ৬ অক্টোবর মামলা শুনে রায় রিজার্ভে রাখেন। এরপরই আজ মামলা খারিজ হয়।

সাংবাদিকের বিরুদ্ধে কোন ধারায় মামলা?
সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে ১২৪ এ (রাষ্ট্রদ্রোহিতা) সহ ২৬৮, ৫০১,৫০৫ ধারায় মামলা দায়ের হয়। হিমালচল প্রদেশে বিজেপির মহাসু প্রেসিডেন্ট অজয় শ্যাম এই ধারায় মামলা দায়ের করেন সাংবাদিকের বিরুদ্ধে। প্রসঙ্গত ৩০ মার্চ ইউটিউবে দুয়া তাঁর শোতে ১৫ মিনিটের অনুষ্ঠানে যে বক্তব্য রাখেন তা নিয়েইন ছিল বিজেপি নেতার আপত্তি।

কী বলেছিলেন সাংবাদিক?
প্রসঙ্গত, সাংবাদিক বিনোদ দুয়া সেই অনুষ্ঠানে বলেছিলেন, মৃত্যু আর সন্ত্রাস হামলাকে ব্যবহার করে ভোট নিচ্ছেন মোদী। আর প্রধানমন্ত্রী সম্পর্কে এই মন্তব্যের জেরেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপি নেতা।

কোন ঘটনার ওপর প্রচারিত হয় বিনোদ দুয়ার এই অনুষ্ঠান?
মূলত সাংবাদিকের এই অনুষ্ঠানটি ছিল সিএএ আন্দোলনের জেরে দিল্লির বুকে হিংসা নিয়ে। গত বছরের শুরুর দিকে দিল্লির বুকে সিএএ আন্দোলন নিয়ে প্রবল বিক্ষোভ দেখা যায়। সেই ইস্যু নিয়ে ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান করেন বিনোদ দুয়া। প্রসঙ্গত ফেব্রুয়ারির সেই সিএএ বিরোধী আব্দোলনে ঘটনায় ৫০ জন মারা যান, আহত হন ২০০ এর ও বেশি।