হাসপাতালে শুভ্রাংশুর পাশে অভিষেক, মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

বুধবার সন্ধেয় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি মুকুল রায়ের (mukul roy) স্ত্রীকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। সেখানে থাকা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের (subhranshu roy) সঙ্গেও তিনি কথা বলেন। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে নিজেই হাসপাতালে যাওয়ার পরে বিষয়টি নিয়ে মুখ খোলে দিলীপ ঘোষ (dilip ghosh)।

হাসপাতালে অভিষেক

বুধবার সন্ধে নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীর কৃষ্ণা রায়ের খোঁজ নিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে শুভ্রাংশু রায়ের থেকেও খোঁজখবর নেন। পরে তিনি আইসিইউ-এর বাইরে থেকে দেখে ফিরে যান। প্রসঙ্গত ছোটবেলা থেকেই মুকুল রায়ের স্ত্রীর সুসম্পর্ক রয়েছে অভিষেকের। খানিকটা রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই তিনি হাসপাতালে গিয়েছিলেন।

শুভ্রাংশুর সঙ্গে কথা অভিষেকের

বুধবার হাসপাতালে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল শুভ্রাংশু রায়ের। পরে শুভ্রাংশু সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। কেননা তাঁর মা অসুস্থ। তাঁকেই দেখতে এসেছিলেন অভিষেক। রাজনীতিতে এইধরনের সৌজন্যের উদাহরণ আছে কিনা, সেবিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন শুভ্রাংশু।

শুভ্রাংশু অবস্থান নিয়ে জল্পনা

দিন কয়েক আগে শুভ্রাংশু রায়ের একটি ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। সেখানে তিনি নিখেছিলেন, জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। এরপর তাঁর মোবাইলের কলার টিউন আরও জল্পনা তৈরি করে। সব শেষে অভিষেকের হাসপাতালে আসা এবং শুভ্রাংশুর পাশে দাঁড়ানো।

হাসপাতালে গিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

বুধবার হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরেই সেখানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, তাঁর সঙ্গে শুভ্রাংশু রায়ের দেখা হয়নি। হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, মুকুল রায়ের স্ত্রীর চিকিৎসা চলেছে। ওই পরিস্থিতিতে রোগীর আত্মীয়স্বজনদের মনোবল বাড়ানো দরকার। এই পরিস্থিতিতে পাশে থাকা আর সহযোগিতা করা সকলেরই উচিত। অভিষেক-শুভ্রাংশুর কথা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সংকটের সময় সব ভুলে একসঙ্গে আসাই ভাল। কষ্টের সময় একসঙ্গে থাকা উচিত। আর পূর্ব পরিচিতরা দেখা করতেই পারেন বলেও মন্তব্য করেন তিনি।

মেডিক্যাল কলেজে টসিলিজুমাব কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি চিকিৎসকদেরমেডিক্যাল কলেজে টসিলিজুমাব কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি, তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি চিকিৎসকদের

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh's comments on Abhishek Banerjee and Subhranshu Roy's meeting in hospital
Story first published: Thursday, June 3, 2021, 11:19 [IST]