মুম্বইঃ ২০২১ সালের আসন্ন হরর কমেডি ছবি ‘ভূত পুলিশ’ (Bhoot Police) মুক্তি পেতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ছবির প্রযোজক রমেশ তাউরানি (Ramesh Taurani) বুধবার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবি ওটিটি (OTT) মঞ্চেই মুক্তি পাবে। যদিও ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল। এমনকি হল রিলিজের জন্যে তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল নির্মাতাদের তরফ থেকে। এই বছরের ১০ সেপ্টেম্বর ছবি হলে রিলিজ হবে এমন সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করে প্রযোজক জানান ডিজিটাল রিলিজের কথা।

করোনা মহামারীর (Covid Pandemic) শুরু থেকেই সিনেমা জগত একপ্রকার মুখ থুবড়ে পড়েছে। গতবছর লকডাউনের সময় বন্ধ হয়েছিল সিনেমার শুটিং। বন্ধ ছিল সিনেমা হল। ফলে তৈরি হয়ে যাওয়া বহু সিনেমা মুক্তি পেতে পারেনি। বাধ্য হয়ে সেইসব সিনেমা মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ধীরে ধীরে লকডাউন শিথিল হয়েছে। করোনা সংক্রমণ কমেছে। মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছে। সিনেমা হল খুলেছে। অসম্পূর্ণ সিনেমার শুটিং সম্পূর্ণ হয়েছে। নতুন সিনেমার কাজ শুরু হয়েছে। এরই মাঝে ইতিহাসের পুনরাবৃত্তি, হাজির হয়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ (Covid second wave)। বন্ধ সিনেমা হল, শুটিং। যে ছবি গুলি শুটিং করা ছিল সেগুলি সিনেমা হলে মুক্তির অপেক্ষায় ফেলে না রেখে, ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়াই শ্রেয় বলে মনে করছেন ছবির নির্মাতারা।

‘ভূত পুলিশ’ এর ডিজিটাল মুক্তি প্রসঙ্গে প্রযোজক রমেশ বলেছেন, ‘এই মুহুর্তে ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি ছাড়া আর কোন উপায় নেই। নভেম্বরের আগে সিনেমা হল খোলার কোন সম্ভাবনা আমি দেখছি না। সম্ভাবনা থাকলেও সেটা ৫০%। অবস্থা যেদিকে এগোচ্ছে সব কিছু স্বাভাবিক হতে দীর্ঘ সময়ের অপেক্ষা’।

ছবিতে অভিনয় করেছেন, সইফ আলি খান (Saif Ali Khan), অর্জুন কাপুর (Arjun Kapoor), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), ইয়ামি গৌতম (Yami Gautam)। ছবির পরিচালক পবন কিরপালনি (Pawan Kirpalani)। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। ছবিতে সাইফ এবং অর্জুনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে পবন বলেছেন, ‘এই ছবিতে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে এই দুজন নায়ককে। দুজনই ছবিতে নিজেদের অভিনয়ের এক ট্রেডমার্ক সেট করে রেখেছে। ওদের সঙ্গে কাজ করেও আমি আনন্দ পেয়েছি’।
এই বছর অক্টোবর অথবা নভেম্বরে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ভুত পুলিশ’।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.