মুকুলের স্ত্রীমাতৃসম, তিনি একমো সাপোর্টে আছে শুনেই দেখতে গিয়েছিলাম, জল্পনা ওড়ালেন অভিষেক

মুকুল রায়ের স্ত্রী মাতৃসম। তাঁকে দীর্ঘদিন ধরে চিনি জানি। তিনি একমো সাপোর্টে রয়েছেন জেনেই তাঁকে দেখতে গিয়েছিলাম। এর মধ্যে কোনও রাজনীতি নেই। পূর্ব মেদিনীপুরে কাঁথিতে সাংবাদিকদের এমনই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়া নিয়ে গতকাল থেকে েয জল্পনা শুরু হয়েছে তা জল্পনা উড়িয়েছেন বিজেপি নেতাও। তিনি বলেছেন যাঁরা দেখতে এসেছিলেন সকলকে ধন্যবাদ।

মুকুলের স্ত্রীকে দেখতে গেলেন অভিষেক

গতকাল রাতে অ্যাপেলো হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জল্পনা পারদ চড়েছে। মুকুল রায়ের স্ত্রী একমো সাপোর্টে ভর্তি রয়েছেন হাসপাতালে। সংকটজনক অবস্থা রয়েছে তাঁর। এরইমধ্যে অভিষেকের সেখানে যাওয়াটা অন্য চোখে দেখছে রাজনৈতিক মহল।

জল্পনা ওড়ালেন অভিষেক

এদিকে জল্পনা উড়িয়ে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মুকুল রায়ের স্ত্রী তাঁর মাতৃসম। অনেকদিন ধরেই চেনেন। ছোটবেলা থেকে দেখেছেন। তাই তিনি সংকট জনক রয়েছেন শুনেই দেখতে গিয়েছিলেন। এর মধ্যে কোনও জল্পনা নেই। একেবারেই অন্য বিষয় এটি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন তিনি।

বেসুরো মুকুল রায়

এদিকে মুকুল রায়ের মুখে আজ উল্টো সুর শোনা গিয়েছে।গতকাল রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও তাঁকে দেখতে যান। দিলীপ প্রসঙ্গে মুকুল রায় বলেছেন,তিনি কাউকে জানিয়ে দেখতে যাননি। তাঁর সম্পর্কে কোনও তথ্য আমার কাছে ছিল না। তিনি কাকে দেখতে গিয়েছিলেন জানি না। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে বিজেপির হারের পর মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষদের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মুকুলের এই মন্তব্য নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।

বেসুরো মুকুল পুত্র

কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে বেসুরো বার্তা দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বীজপুর থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন শুভ্রাংশু। কিন্তু জিততে পারেননি তিনি। ফেসবুক পোস্টে কয়েকদিন আগেই তিনি লিখেছিলেন নির্বাচিত সরকারের সমালোচনা না করে আগে আত্মসমালোচনা করা উচিত। তার পরেই দিলীপ ঘোষ মন্তব্য করেন দু একজন গেলে কোনও কিছু এসে যায় না।

More MUKUL ROY News  

Read more about:
English summary
Abhishek Banerjee says Mukul Roy's wife very ill and she is like a mother figure to him