জল্পনায় ইতি টানলেন খোদ বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। আজ তিনি জানিয়ে দিলেন, সামনের মরশুমেও দলের কোচের পদে বহাল থাকছেন রোনাল্ড কোম্যান।
সদ্যসমাপ্ত মরশুমে কোপা দেল রে ছাড়া বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করাতে পারেননি কোম্যান। চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার পাশাপাশি লা লিগাতেও জেতাতে পারেননি। বার্সা লা লিগা শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। এই অবস্থায় কোম্যানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তবে ক্লাবের বোর্ড অব ডিরেক্টরদের সঙ্গে বৈঠকের পর লাপোর্তা জানিয়ে দিলেন, কোম্যানই কোচ থাকছেন। এমনিতেও বার্সার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে। তা সত্ত্বেও কোম্যান বলেছেন, মরশুমে দল ভালো না খেলায় তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্লাব যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন।
🗣 @JoanLaportaFCB: ❝ Ronald Koeman will continue to be the Barça manager next season ❞ pic.twitter.com/nLo2bvCGMo
— FC Barcelona (@FCBarcelona) June 3, 2021
লাপোর্তা আজ কোম্যানকে স্বস্তি দিলেও জল্পনা তুঙ্গে লিওনেল মেসিকে নিয়ে। সামনের মরশুমের জন্য দল গোছাচ্ছে বার্সা। ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টার সিটি থেকে আগুয়েরো ও গার্সিয়াকে এনে সই করানো হয়েছে। মেসিকে নিয়ে কিছুদিন আগে অবশ্য লাপোর্তা বলেন, চুক্তি নিয়ে ইতিবাচক কথাবার্তাই হচ্ছে। সূত্রের খবর, মেসির কাছে নতুন আকর্ষণীয় প্রস্তাবও পাঠানো হয়েছে। দলের স্ট্র্যাটেজিক ভূমিকায় আনা হয়েছে বার্সার প্রাক্তন ফুটবলার জর্ডি ক্রুইফকে।
🔵🔴 @JordiCruyff to join the football area of the Club from August 1
— FC Barcelona (@FCBarcelona) June 3, 2021