সপরিবারে ইংল্যান্ডে বিরাট-রোহিত-মিতালিরা, মাঠে নামার দিন গোনা শুরু, ভিডিও ভাইরাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সহ লম্বা সফরে অংশ নিতে ইংল্যান্ডে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একই সঙ্গে ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরাও। করোনা বিধি মেনে আপাতত আইসোলেশনে থাকতে হবে প্রত্যেককে।

ইংল্যান্ড পৌঁছে গেল ভারত

মুম্বইয়ে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বুধবার গভীর রাতে সেখান থেকেই ইংল্যান্ডগামী চার্টার্ড বিমান ধরেছিলেন ভারতের পুরুষ ও মহিলা দলের ক্রিকেটার। সঙ্গে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও। সেই বিমান ইংল্যান্ডের মাটি স্পর্শ করেছে বৃহস্পতিবার। বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রিকেট প্রেমীরা। সেটি ভাইরালও হয়েছে। সেখান থেকে সোজা সাউদাম্পনে পৌঁছে দেওয়া হয় বিরাট কোহলিদের।

আইসোলেশনে থাকতে হবে

ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে ইংল্যান্ডে বিরাট কোহলি, রোহিত শর্মা, মিতালি রাজদের জন্য কড়া আইসোলেশন বিধি আরোপ করা হয়েছে। ফলে এখনই তাঁদের অনুশীলনে নামার কোনও সম্ভাবনা নেই। সাউদাম্পটনের হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব সেরে দুটি কোভিড ১৯ নেগেটিভ টেস্টের পরেই মাঠে নামতে পারবে বিরাট ও মিতালি বাহিনী। উল্লেখ্য বৃহস্পতিবার লন্ডন বিমানবন্দরেও ভারতীয় ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিড ১৯ টেস্ট করা হয়েছে।

ক্রিকেট ফ্যানদের শুভেচ্ছা বার্তা

সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সফরসূচি নিয়ে ইংল্যান্ডে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও তিনটি টি২০ খেলার কথা মিতালি রাজদের। দুই দলের থেকেই এই সফরে সফলতা আশা করেছেন দেশের ক্রিকেট ফ্যানরা। শুভেচ্ছাবার্তায় মুখরিত হয়েছে নেট দুনিয়া।

বিরাট কোহলিদের সফরসূচি

১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন বিরাট কোহলিরা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বরে শেষ হবে সেই মোকাবিলা। যদিও তার আগেই নিজেদের সফর শেষ করে দেশে ফিরে আসবেন মিতালি রাজরা। ১৬ জুন তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছেন।

ফাইল চিত্র

More WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Indian cricket team reaches England for a long tour, video viral in social media