বিএসএফের অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভ

বিএসএফের অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখালো সীমান্তের চাষিরা। উত্তেজিত জনতার হাতে ভাঙচুর হল বিএসএফের গাড়িও। বৃহস্পতিবার এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়েছে মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজীপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে ফরাজীপাড়া ১ নম্বর ওপি দিয়ে গড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার শ্রমিক সীমান্তের মাঠে কাজ করতে যায়। যাদের যাওয়ার জন্য নিয়ম জমির মালিকের নামে ১০/১৫ জন শ্রমিকের নাম এন্ট্রি করে জমিতে যায়া। কিন্তু এদিন ওই নিয়মের গড়বর করে বিএসএফ। জানায় শুধুমাত্র মালিকের নামে নয় প্রত্যেকের নামেই পরিচয়পত্র জমা দিয়ে এন্ট্রি করতে হবে। ওই ঘটনায় কৃষকদের সঙ্গে তুমুল বচসা বাধে। কৃষকেরা দাবী করেন, একজনের নামেই এন্ট্রি করে ১০/১২ জনকে জমিতে যেতে দিতে হবে। স্বাধীনতার পর থেকেই এই নিয়ম চলে আসছে। হঠাৎ করেই তার পরিবর্তন হবে কেন ? তারা জানান ওই প্রশ্ন করতেই বিএসএফ চটে গিয়ে লাঠি চার্জ শুরু করে।

স্ত্রী-ছেলের কথা শোনাটা ভুল ছিল, দেখা হলে মমতার পা ধরে ক্ষমা চাইব! বিস্ফোরক বিজেপি নেতা স্ত্রী-ছেলের কথা শোনাটা ভুল ছিল, দেখা হলে মমতার পা ধরে ক্ষমা চাইব! বিস্ফোরক বিজেপি নেতা

ঘটনায় ৬ জন কৃষক জখম হয়েছে বলে জানিয়েছে তারা। যাদের মধ্যে দু'জনকে সাঁদিখার দিয়াড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিএসএফ লাঠিচার্য করার প্রতিবাদেই কৃষকেরা ক্ষুব্দ হয়ে বিএসএফের গাড়ি ভাঙ্গচুর করে। খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহীনি নিয়ে ঘটনা স্থলে পৌছয় জলঙ্গির ওসি উৎপল দাস। কৃষকদের সঙ্গে আলোচনায় তিনি জানান উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্লক পর্যায়ে আলোচনায় মিটিয়ে নেওয়া হবে। ওই আশ্বাস পেয়ে কৃষকেরা অবরোধ তুলে নেন।

More BSF News  

Read more about:
English summary
Protest over BSF in atrocities