টি ২০ বিশ্বকাপ ভারত থেকে সরানোর ইঙ্গিত আইসিসি-র, দায়িত্বে থাকবে বিসিসিআই-ই

টি ২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিসিআইকে ২৮ জুন অবধি সময় দিল আইসিসি। আজ আইসিসি-র বোর্ড মিটিংয়ে বিসিসিআইয়ের হয়ে যোগ দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। আইসিসি এদিন এ বছরের টি ২০ বিশ্বকাপ আয়োজনের প্রসঙ্গে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে এই বিশ্বকাপ আয়োজনের বিষয়ে পরিকল্পনা করতে বলা হয়েছে বিসিসিআইকে। সেই সঙ্গে মধ্য-প্রাচ্যের অন্য কোথাও কিছু ম্যাচ আয়োজন করা যেতে পারে। কোথায় টি ২০ বিশ্বকাপ হবে তা চলতি মাসেই চূড়ান্ত করা হবে। তবে ভারত থেকে সরে যেখানেই বিশ্বকাপ হোক না কেন আয়োজনের দায়িত্বে থাকবে বিসিসিআই।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি বোর্ডের ভার্চুয়াল সভায় বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও এক মাস সময় চাওয়া হয়। সেই আর্জির প্রেক্ষিতে বিসিসিআইকে ২৮ জুন অবধি সময়সীমা বেঁধে দেয় আইসিসি। টি ২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা আইসিসিকে জানাবে বিসিসিআই।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকায় ভারতে টি ২০ বিশ্বকাপ আয়োজন বিসিসিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। দেশে সংক্রমণের গ্রাফ নামতে থাকলেও এখনও অনেক রাজ্যেই লকডাউন জারি রয়েছে। সংক্রমিতের সংখ্যা ও মৃত্যুর হার কমার ইঙ্গিত মিললেও তা এখনও স্বস্তিদায়ক অবস্থায় পৌঁছায়নি। ফলে আর ২৭ দিনে কতটা পরিস্থিতির উন্নতি হয় সেটা দেখার।

বিসিসিআইয়ের শীর্ষকর্তারা পৌঁছে গিয়েছেন দুবাইয়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় কাল সকালে যাবেন। সেখানে এমিরেটস ক্রিকেট বোর্ড ও প্রশাসনের সঙ্গে আইপিএল আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে সেখানে উঠতে পারে টি ২০ বিশ্বকাপের প্রসঙ্গও। বিসিসিআই বাস্তবে ভারতে বিশ্বকাপ আয়োজন করতে চাইলেও পরিস্থিতি বলছে আইপিএল যেহেতু সংযুক্ত আরব আমিরশাহীতে হবে, ফলে সেখানেই বিশ্বকাপ হলে জৈব সুরক্ষা বলয়, নিভৃতবাস সংক্রান্ত ঝক্কিও কম। সবমিলিয়ে বিসিসিআই কর্তাদের ইউএই সফরেই স্পষ্ট হয়ে যাবে গোটা চিত্র। আবু ধাবি, শারজা ও দুবাইয়ের পাশাপাশি ওমানেও বিশ্বকাপের কিছু ম্যাচ হতে পারে।

More ICC News  

Read more about:
English summary
ICC Gives India Time Till June 28 To Decide On T20 World Cup. ICC Board Met Virtually On Tuesday With India Being Represented By BCCI President Sourav Ganguly and Secretary Jay Shah