মুম্বই: উৎকর্ষতার দিক থেকে বিচার করলে টেস্ট ক্রিকেটের কোনও তুলনা হয় না। বিভিন্ন ক্রিকেটার বহু সময়ে এই কথা বলেছেন। টেস্ট ক্রিকেটে যে ধরণের চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয় তা অন্য কোনও ধরণের ক্রিকেটে হতে হয় না। প্রতি মুহূর্তে প্লেয়ারকে পরীক্ষা দিয়ে যেতে হয় ক্রিকেটের এই ফর্ম্যাটে। তাই তো এর নাম ‘টেস্ট’ ক্রিকেট।
আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সাত বছর পর আবার টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে। মুম্বইয়ে টিম হোটেলে তাই তাঁদের হাতে টেস্ট দলের জার্সি তুলে দেওয়া হল। সেই জার্সি উন্মোচনের পর ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ(Jemimah Rodrigues) নিজের ইন্সটাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন।
২০ বছর বয়সি জেমাইমার ২০১৮ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল। এখনও পর্যন্ত তিনি দেশের জার্সি গায়ে ১৯টি একদিনের ম্যাচ এবং ৪৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য জেমাইমার এখনও হয়নি। আসন্ন ইংল্যান্ড সফরে তাঁর সামনে সেই সুযোগ হয়তো আসতে পারে।
মুম্বইনিবাসী জেমাইমা ভারতের মহিলা ক্রিকেট দলের টেস্ট জার্সি উন্মোচনের পর নিজের ইন্সটাগ্রামে লেখেন, ‘আজ রমেশ স্যার(Ramesh Powar) আমাদের টিম মিটিংয়ের জন্য ডাকেন এবং ভারতের মহিলা ক্রিকেট দলের ইতিহাস সম্পর্কে দেখান। কোথা থেকে শুরু হয়েছিল আর আজ কোথায় দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা যা হয়েছি তা একমাত্র সম্ভব হয়েছে আমাদের পূর্বসূরিদের জন্য। যাঁরা ভারতে মহিলা ক্রিকেটের পথচলা শুরু করেছিল তাঁরা তাঁদের সেই কাজের জন্য প্রশংসা কিন্তু তা পায়নি’।
জেমাইমা লেখেন ভারতের দুই কিংবদন্তি প্লেয়ার ঝুলন গোস্বামী(Jhulan Goswami) আর মিতালি রাজ(Mithali Raj) এরপর দলের সঙ্গে নিজেদের এত বছরের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি লিখেছেন, ‘এরপর ভারতের মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তি মিঠু দি আর ঝুলু দি বলেন তাঁদের কাছে ক্রিকেটের গুরুত্ব কতটা এবং এই ঐতিহ্যের অংশ হিসেবে তাঁদের কেমন অনুভূতি হয়’।
জেমাইমা(Jemimah Rodrigues) নিজের লেখা শেষ করেন একটি আশার বার্তা দিয়ে। তিনি লেখেন, ‘মিটিং এই সুন্দর বার্তাটির সঙ্গে শেষ হয়। আমাদের দায়িত্ব হল আমাদের আগে যাঁরা ছিল তাঁদের সন্মান করা এবং আমাদের পরে যাঁরা আসবে তাঁদের জন্য এই জার্সিটাকে একটা ভালো জায়গায় রেখে যাওয়া। এই সিরিজ এবং এর পরবর্তী সকল সিরিজ আমরা একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে খেলব। আমরা সেই সকল মেয়েদের জন্য খেলব যাঁরা এই খেলাটি খেলতে চায়’।
ভারতীয় মহিলা ক্রিকেট দল আগামী ১৬ জুন ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে নামবে। এরপর তাঁরা তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.