ইংল্যান্ডে যাওয়ার আগে স্বস্তিতে সানিয়া, ভাইরাল সানিয়া-শোয়েব পুত্রের মজাদার ভিডিও

চলতি মাসেই উইম্বলডন-সহ চারটি টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ডে যাবেন সানিয়া মির্জা। তার আগে স্বস্তির খবর পেলেন ভারতের এই টেনিস তারকা। কেন্দ্রীয় সরকার তাঁর আর্জি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করাতেই ইচ্ছাপূরণ হলো সানিয়ার।

ইংল্যান্ডে যাচ্ছেন সানিয়া

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পুত্র ইজহান ও তাকে দেখভালের দায়িত্বে যিনি রয়েছেন তাঁকে নিয়েই ইংল্যান্ডে যেতে পারবেন সানিয়া মির্জা। ভিসাও মঞ্জুর হয়ে গিয়েছে। উইম্বলডন-সহ চারটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সানিয়ার জন্য ২৮ লক্ষ টাকাও মঞ্জুর করা হয়েছে।

পুত্রকে নিয়েই

টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম বা টপস-এ অন্তর্ভুক্ত রয়েছেন সানিয়া। সম্প্রতি তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে জানান, ছেলেকে দেশে রেখে ইংল্যান্ডে খেলতে যেতে তিনি চাইছেন না। কেন না, মা হওয়ার পর কখনও ছেলেকে ছাড়া থাকেননি তিনি। দুই বছরের পুত্র ইজহানকে ছেড়ে যাতে তাঁকে ইংল্যান্ডে এক মাসেরও বেশি থাকতে না হয় তার জন্য পুত্র ও তার দেখভালের জন্য যিনি রয়েছেন তাঁর ভিসার ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন সানিয়া।

ছবি- ইনস্টাগ্রাম

অলিম্পিক্সের আগে

টোকিও অলিম্পিক্সের আগে সানিয়া যাতে ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলি খেলতে পারেন সেজন্য এরপরই বিদেশ মন্ত্রকের মাধ্যমে ব্রিটিশ সরকারের সঙ্গে কথাবার্তা চালায় কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। ইজহানদের জন্য সেই ভিসা মঞ্জুর হতেই স্বস্তিতে সানিয়া। ৬ জুন থেকে নটিংহ্যাম ওপেনে নামবেন সানিয়া। ১৪ জুন থেকে শুরু হতে চলা বার্মিংহাম ওপেনেও খেলবেন। ২০ জুন থেকে শুরু হতে চলা এজবাস্টন ওপেন খেলে উইম্বলডনে নামবেন ডাবলস ক্রমতালিকায় বিশ্বে নবম স্থানে থাকা সানিয়া।

ছবি- ইনস্টাগ্রাম

পুত্র যখন বল বয়

এরই মধ্যে সাইনার অনুশীলনে ইজহানের মজাদার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে দাদু ইমরান মির্জা লিখেছেন, এই বালকের জন্য আমার চাকরি সংশয়ে। দেখা যাচ্ছে, মাকে বল ছুড়ে দিয়ে সহযোগিতা করছে ছোট্ট ইজহান। আরেকটি ছবি পোস্ট করে নাতিকে জেন্টলম্যান বলেও উল্লেখ করেছেন ইমরান মির্জা, সানিয়ার খেলা থাকলে বেশিরভাগ সময়ই তিনি মেয়ের সঙ্গে থাকেন। যখন থাকতে পারেন না তখন সানিয়ার সঙ্গী হন তাঁর মা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ও সানিয়া মির্জার পুত্র ইজহান এবার গ্যালারিতে বসে দেখবে মায়ের খেলা।

ছবি- ইনস্টাগ্রাম

Birthday boy, Asad with the family. Between me and @MirzaSania is my college buddy, Navin - a former CEO of Starbucks India and currently the CEO of Reliance - Food Division. Between Asad and @realshoaibmalik is @azharflicks brother and Asad's uncle. pic.twitter.com/GHmsi5Iykw

— Imran Mirza (@imrandomthought) May 18, 2021

More TENNIS News  

Read more about:
English summary
Sania Mirza's Son And Caretaker To Accompany Her To UK As Govt Approves Visa. Sania Has Approached Sports Ministry Earlier Requesting Help With The Visa Of Her Son And His Caretaker.
Story first published: Tuesday, June 1, 2021, 21:50 [IST]