৪২ দিন পর বাংলায় দৈনিক করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে, বাড়ল সুস্থতার হার

৪২ দিন পর ১০ হাজারের নিচে নামল বাংলায় দৈনিক করোনা সংক্রমণ। এর আগে ২০ এপ্রিল বাংলায় করোনা দৈনিক সংক্রমণ ছিল ১০ হাজারের নিচে। ওইদিন সংক্রমিত হয়েছিলেন ৯৮১৯ জন। তারপর ১ জুন মঙ্গলবার দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নেমে হল ৯৪২৪। সেইসঙ্গে সুস্থতার হার বেড়ে ৯৩ শতাংশের উপরে উঠল।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৪২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৩ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন। এদিন ৯৪২৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৮০১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬৭৮। এদিন মৃত্যু হয়েছে ১৩৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৩ লক্ষ ৮৫ হাজার ৮০১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৮ হাজার ৬১৩ জন। এদিন ৮৪৩৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭৭২২ জন। মোট করোনা মুক্ত হলেন ১২ লক্ষ ৯১ হাজার ৫১০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.২০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার ১৮। ১১৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৩৮৮৪৫। এদিন টেস্টিং হয়েছে ৬৫০৪১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১১.০৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৯৬৪৭৮। এদিন ১০৩২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৯৬১৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০২৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৫৫ জন বেড়ে হয়েছে ৮৭২৩৩। হাওড়ায় আক্রান্ত ৮৫৭০৪। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। হুগলিতে ৪৪৮ জন বেড়ে আক্রান্ত ৭৩০৪৮ জন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily infection decreased below 10 thousands after 42 days in West Bengal
Story first published: Tuesday, June 1, 2021, 20:06 [IST]