কলকাতা
কলকাতায় আজ ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এদিন শহরে লিটার প্রতি ৯৪ টাকা ৫০ পয়সা হয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম মঙ্গলবার হয়েছে ৮৮ টাকা ২৩ পয়সা। এই নিয়ে পর পর ২ দিন বাড়ল কলকাতায় পেট্রোলের দাম।
দিল্লি
দিল্লিতে পেট্রোলের দাম আজ ৯৪.৪৯ টাকা হয়েছে। ডিজেলের দাম রাজধানীতে ৮৫.৩৮ টাকা। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল অসম বাংলা সহ একাধিক রাজ্যের জন্য। তার ঠিক একদিন পর থেকেই পেট্রোলের দাম বাড়তে দেখা যায়। ভোট মিটতেই সেই দামে উর্ধ্বগতি ট্রেন্ড দেখা যাচ্ছে।
মুম্বই
মুম্বইতে সেঞ্চুরি পার করে গিয়েছে পেট্রোলের দাম। আপাতত জ্বালানির দাম সেখানে ১০১ টাকা প্রতি লিটার ছুঁই ছুঁই। পেট্রোলের দাম মায়ানগরীতে আজ ১০০.৭২ টাকা, ডিজেলের দাম ৯২.৬৯ টাকা।
চেন্নাই
দক্ষিণী শহর চেন্নাইতে আজ পেট্রোলের জাম ১ লিটারে ৯৫.৯৯ টাকা। ডিজেলের দাম ৯০.১২। উল্লেখ্য়, ডিজেলের দামে মুম্বইয়ের পরই চেন্নাইয়ের দাম রয়েছে।