পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে গেল মুম্বইয়ে, ১ জুন কলকাতা সহ বাকি শহরে জ্বালানির দর একনজরে

মায়ানগরী মুম্বই আগেই ১০০ পার করেছিল পেট্রোলের দামে। এর পরবর্তীকালে আজ মুম্বই সহ দেশের একাধিক শহরে ফের উর্ধ্বমুখী ট্রেন্ডে এগিয়ে যায় জ্বালানির দাম। পেট্রোল(Petrol) ও ডিজেলের দাম (Diesel) । জুন মাসের প্রথম সপ্তাহেই দ্বালানির দামের ছ্যাঁকায় কার্যত অত্যিষ্ট মধ্যবিত্ত। একনজরে দেখা যাক, ১ জুন দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম।

কলকাতা

কলকাতায় আজ ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এদিন শহরে লিটার প্রতি ৯৪ টাকা ৫০ পয়সা হয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম মঙ্গলবার হয়েছে ৮৮ টাকা ২৩ পয়সা। এই নিয়ে পর পর ২ দিন বাড়ল কলকাতায় পেট্রোলের দাম।

দিল্লি

দিল্লিতে পেট্রোলের দাম আজ ৯৪.৪৯ টাকা হয়েছে। ডিজেলের দাম রাজধানীতে ৮৫.৩৮ টাকা। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল অসম বাংলা সহ একাধিক রাজ্যের জন্য। তার ঠিক একদিন পর থেকেই পেট্রোলের দাম বাড়তে দেখা যায়। ভোট মিটতেই সেই দামে উর্ধ্বগতি ট্রেন্ড দেখা যাচ্ছে।

মুম্বই

মুম্বইতে সেঞ্চুরি পার করে গিয়েছে পেট্রোলের দাম। আপাতত জ্বালানির দাম সেখানে ১০১ টাকা প্রতি লিটার ছুঁই ছুঁই। পেট্রোলের দাম মায়ানগরীতে আজ ১০০.৭২ টাকা, ডিজেলের দাম ৯২.৬৯ টাকা।

চেন্নাই

দক্ষিণী শহর চেন্নাইতে আজ পেট্রোলের জাম ১ লিটারে ৯৫.৯৯ টাকা। ডিজেলের দাম ৯০.১২। উল্লেখ্য়, ডিজেলের দামে মুম্বইয়ের পরই চেন্নাইয়ের দাম রয়েছে।

More PETROL News  

Read more about:
English summary
Petrol and Diesel Price Today, know latest rate of Kolkata, Delhi, mumbai on 1 June 2021
Story first published: Tuesday, June 1, 2021, 11:35 [IST]