ইয়াস রিভিউ বৈঠকে ছিলেন না মমতা
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পর ওড়িশা এবং বাংলার ক্ষয়ক্ষতি আকাশপথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি কলাইকুণ্ডা বিমান বন্দরে বাংলার ক্ষয়ক্ষতি নিয়ে রিভিউ মিটিং ডেকেছিলেন। তাতে ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনখড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে ডাকা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিভিউ মিটিংয়ে যোগ দেননি। আলাদা করে ১৫ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্ট জমা দিয়ে দিঘা উড়ে যান। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্র রাজ্য সংঘাত
মুখ্যমন্ত্রী রিভিউ মিটিংয়ে যোগ না দেওয়ার পর থেকেইএকের পর এক বিজেপির প্রথম সারির মন্ত্রীরা টুইট করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ মিনিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপেক্ষা করিয়েছেন। রিভিউ মিটিংয়ে যোগ না দিয়ে চলে গিয়ে প্রধানমন্ত্রীর অপমান করেছেন। তারপরেই রাজ্যের মুখ্যসচিবকে বদলির নির্দেশ পাঠায় কেন্দ্র। ৩১ মে সকাল ১০টার মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে বলা হয়। তারপরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ১৫ মিনিট প্রধানমন্ত্রীকে অপেক্ষা করানো হয়নি। উল্টে তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছিল। আর রিভিউমিটিং ওটা ছিল না ওটি ছিল বিজেপির নেতাদের বৈঠক। প্রটোকল কেন্দ্র ভেঙেছে। বাংলায় মানুষের রায় মানতে পারছে না বলেই বিজেপি এই সব করছে। মুখ্যসচিবকে নিশানা করা হচ্ছে।
মমতার বিরুদ্ধে অভিযোগ
এদিকে কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কলাইকুণ্ডায় ইয়াস রিভিউ বৈঠকে যোগ না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রটোকল ভেঙেছেন। এই একই অভিযোগ করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় মামলা করা হবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও এই নিয়ে কোনও নোটিস পাঠানো হয়নি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়েও অকারণে মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কের উস্কানি দিয়েছেন এবং বিতর্ককে ভুল পথে চালনা করেছেন বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বাঙালি বলেই টার্গেট করা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এতে অন্যান্য আমলাদের উপরেও বিরূপ প্রভাব পড়বে দাবি করেছিলেন তিনি।
মুখ্যসচিব পদ থেকে ইস্তফা
কেন্দ্রের বদলির নির্দেশ অমান্য করেই নবান্নে কাজে যোগ দিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই তিনি মুখ্যসচিব পদ েথকে ইস্তফা দেন। মুখ্যমন্ত্রীর নতুন উপদেষ্টা পদে যোগ দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামিকাল থেকেই তিনি কাজে যোগ দেন।