তৃণমূলকে হারিয়ে ভাঙড়ে জয়ী
একটা সময়ে ভাঙড়ে টানা জয়ী হয়ে এসেছে সিপিএম। এবার আইএসএফ-এর সঙ্গে জোট হওয়ার পরে সেই আসনটি ছেড়ে দেয় সিপিএম। সেখান থেকে ভোটে লড়াই করেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি। তৃণমূল প্রার্থী রেজাউল করিমকে হারিয়ে তিনি জয়লাভও করেন।
পরপর দুদিন গ্রেফতার দুই নেতা
রবিবার পুলিশ ভাঙড়ের রানিগাছি থেকে গ্রেফতার করেছিল মিন্টু শিকারীকে। আর সোমবার বড়ালির বাড়ি থেকে গ্রেফতার করে শরিফুল ইসলামকে। দুজনের বিরুদ্ধে রাস্তা অবরোধে যুক্ত থাকার পাশাপাশি মারধর, হুমকি, লুটের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেই কারণে নির্বাচনের ফল বেরনোর পর থেকে পুলিশ তাঁদের খুঁজছিল। বাড়িতেই তাঁদের পাওয়া যায় এবং পুলিশ গ্রেফতার করে।