কলাইকুণ্ডার ইয়াস রিভিউ মিট নিয়ে মিথ্যে প্রচার, মমতা সরকারকে ৯ পয়েন্টের রিজয়েন্ডার কেন্দ্রের

কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ইয়াস রিভিউ বৈঠক নিয়ে একের পর এক মিথ্যে কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ পাতার রিজয়েন্ডার পাঠাল কেন্দ্র। তাতে অভিযোগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠক বয়কট করেছিলেন। শুক্রবার ঠিক কী ঘটেছিল তা নিয়ে পাল্টা জবাব দিয়েছে কেন্দ্র।

মোদী-মমতার দ্বৈরথে পৃষ্ঠ হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়
 কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে

কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে

এবার কলাইকুণ্ডার রিভিউ বৈঠক নিয়ে রাজ্য সরকারকে ৯ পয়েন্টের রিজয়েন্ডার পাঠাল কেন্দ্র। তাতে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডার রিভিউ মিটিং নিয়ে যা দাবি করেছেন সাংবাদিক বৈঠকে তা সর্বৈব মিথ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন জানিয়েও তিনি বৈঠকে যোগ দেননি। বৈঠক বয়কট করেছেন। তার কড়া জবাব দিয়েছে কেন্দ্র।

মমতার দাবি

প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ না দিয়ে ১৫ মিটিটের জন্য কলাইকুণ্ডা বিমানবন্দরে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে চলে যান মমতা। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর আরও একটি বৈঠক আছে তাই তিনি রিভিউ মিটিংয়ে যোগ দিতে পারবেন না জানিয়েই গিয়েছিলেন। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী কখনওই অনুমতি দেননি।

২০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি প্রধানমন্ত্রীকে ১৫ মিনিট অপেক্ষা করাননি। উল্টে তাঁকে ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য। পাল্টা কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী কলাইকুণ্ডায় পৌঁছেছিলেন ১টা ৫৯ মিনিেট। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার অবতরণ করে ২টো১০ মিনিটে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর ২টো ৩৫ মিনিটে উড়ে যায়। প্রধানমন্ত্রী যাওয়ার আগেই তিনি বেরিয়ে গিয়েছিলেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

শুভেন্দু থাকায় আপত্তি

কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে প্রথমে রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যখন তিনি জানতে পারেন রিভিউ মিটিংয়ে শুভেন্দু অধিকারীও থাকবেন তার পরেই তিনি বৈঠকে না থাকার সিদ্ধান্ত নেন। বিরোধী দলনেতা থাকায় মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং বয়কট করেছিেলন বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Center send 9 point Rejoinder to Mamata Banerjee on Kalaikunda PM meeting