ঠিক কী বলেছেন মিতালি
ভারতের মহিলা টি২০ দলে শেফালি ভার্মার সুযোগ পাওয়ার পিছনে মিতালি রাজের অবদান উল্লেখযোগ্য। বিসিসিআই পরিচালিত মহিলাদের টি২০ লিগে ভারতীয় অধিনায়কের দলে থেকে বিধ্বংসী ব্যাটিং করে জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শেফালি। মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় মহিলা দলে সুযোগ পেয়ে তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছেন। সেই শেফালির মতো প্রতিভা বারবার আসে না বলে জানিয়েছেন মিতালি। সেই প্রতিভাকে আরও বড় হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ান ডে ও টেস্ট অধিনায়ক।
তিন ফর্ম্যাটেই সফল হবেন শেফালি
২০ ওভারের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের জার্সিতে বিশ্বে সাড়া জাগিয়েছেন শেফালি ভার্মা। তাই বলে ওই ১৭ বছরের ব্যাটসম্যানকে কেবল টি২০ স্পেশালিস্ট মানতে রাজি হননি মিতালি রাজ। তাঁর আশা, আগামী দিনে ক্রিকেটের তিন ফর্ম্যাটে সমানভাবে সফল হবেন মারমুখী ব্যাটসম্যান।
শেফালি ভার্মার কেরিয়ার
ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত ২২টি টি২০ ম্যাচ খেলেছেন শেফালি ভার্মা। ২৯.৪-এর গড়ে ৬১৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তাতে তিনটি অর্ধশতরান সামিল রয়েছে। ২০২০ সালের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পাশাপাশি সর্বাধিক ১৫৮.২৫-এর স্ট্রাইক রেটে রান করেছিলেন শেফালি। আইসিসি-র মহিলা টি২০ ক্রমতালিকার ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করছেন শেফালি ভার্মা। তাঁর রেটিং ৭৭৬। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বেথ মুনি ও মেগ লানিংয়ের রেটিং যথাক্রমে ৭৪৪ ও ৭০৯।
ইংল্যান্ড সফরে ভারতীয় মহিলারা
বিরাট কোহলিদের সঙ্গেই ইংল্যান্ড সফরে রওনা হবে ভারতের মহিলা ক্রিকেট দল। হোম টিমের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলার পাশাপাশি দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ও তিনটি টি২০ ম্যাচও অনুষ্ঠিত হবে। সিরিজে ভাল ফলের ব্যাপারে আশাবাদী মিতালি রাজ।