মাস্কহীন সুস্থ পৃথিবী গড়তে আরও এক চিনা ভ্যাকসিনকে জরুরি ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভয়ঙ্কর পরিস্থিতিতে করোনা। ভারত তো বটেই, গোটা বিশ্বেই কার্যত মারণ এই ভাইরাস হামলা চালিয়েছে। মারণ এই যমকে একমাত্র হারাতে পারে ভ্যাকসিনই। আর তাই দ্রুত গতিতে ভ্যাকসিন তৈরির কাজ চলছে। ভারত সহ বিশ্বের একাধিক দেশ এখন ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে।

সঙ্গে চলছে ভাইরাসের সঙ্গে লড়তে পারে এমন ওষুধ তৈরির কাজও। যদিও পৃথিবীর এই কঠিন সময়ে আরও একটি ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জরুরিকালীন ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হল চিনা ভ্যাকসিন 'সিনোভ্যাক'কে।

এর আগে চিনের একটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল। 'সিনোভ্যাক' চিনের দ্বিতীয় ভ্যাকসিন যেটিকে জরুরি ভিত্তিতে অনুমোদন দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতি দিয়ে 'হু' জানিয়েছে এই ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে।

গত মাসে প্রথম চিনা ভ্যাকসিন হিসেবে 'সিনোফার্ম'-কে অনুমোদন দেয় 'হু'। এর আগে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যে সব ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন।

'হু'-র অনুমোদন এখন পাওয়া গেলেও বর্তমানে ২২ টি দেশে সিনোভ্যাক ভ্যাকসিন দেওয়া হয়।

চিন ছাড়াও সেই তালিকায় রয়েছে চিলি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, তুরষ্ক। সিনোভ্যাক প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ১৮ বছরের বেশি বয়সীদের এই ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছে 'হু'।

দুই থেকে চার সপ্তাহের তফাতে ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়। টিকা প্রস্তুতকারক সংস্থা সিনোভ্যাক বায়োটেক আগেই দাবি করেছিল, ব্রাজিলে চালানো হিউম্যান ট্রায়ালে দেখা গিয়েছে এই টিকা উপসর্গযুক্ত সংক্রমণ আটকাতে সক্ষম।

এই টিকার কার্যকারিতা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না ব্রাজিল। কিন্তু এরপরেও চিনের এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল। উল্লেখ্য, চিনের উহান থেকেই প্রথম মারন করোনার সংক্রমণ। এরপর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু কোন অদৃশ্য জাদুবলে চিনে এখন করোনা শূন্য।

তবে কীভাবে এই মারণ রোগের জন্ম তা এখনও স্বীকার করেনি বেজিং। তবে ইতিমধ্যে উহানে গিয়ে হুয়ের তরফে একাধিক পরীক্ষা চালানো হয়েছে। তবে এখনও আসল রহস্য ফাঁস হয়নি।

More CHINA News  

Read more about:
English summary
WHO approves Sinovac COVID shot in second Chinese milestone
Story first published: Tuesday, June 1, 2021, 22:39 [IST]