কলকাতার করোনা সংক্রমণ নামল হাজারে, দ্বিগুণ উত্তর ২৪ পরগনায়, একনজরে জেলার পরিসংখ্যান

কলকাতার করোনা সংক্রমণ কমে নামল হাজারে। কলকাতার দ্বিগুণ সংক্রমণ এখন উত্তর ২৪ পরগনায়। মোট সংক্রমণে কলকাতাকে প্রায় ধরে ফেলেছে উত্তর ২৪ পরগনা। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী উত্তর ২৪ পরগনা কলকাতার থেকে ৩৪৪ পিছনে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা।

Covid 19 Update : দক্ষিণ ২৪ পরগনা : গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৭০
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারে নিচে নেমে গিয়েছে। বাংলায় ৯৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৩২। উত্তর ২৪ পরগনায় ২০২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৪৮৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৯৫৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৯৬৪৭৮। শুধু এদিনই কলকাতায় ১০৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৪৮৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮১৩৪৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৬৪৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৫৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৯৬১৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০২৮ জন। মৃত্যু হয়েছে মোট ৩৯৫৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৭৫৮১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৩৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৭৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৫৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৭৩২৩ জন। হাওড়ায় আক্রান্ত ৮৫৭০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। হুগলিতে ৪৪৮ জন বেড়ে আক্রান্ত ৭৩০৪৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৪৬ জন, কোচবিহারে ২৫৮ জন, দার্জিলিংয়ে ৪৪৬ জন, কালিম্পংয়ে ৮৫ জন, জলপাইগুড়িতে ৪৫১ জন, উত্তর দিনাজপুরে ১১৭ জন, দক্ষিণ দিনাজপুরে ১১৮ জন, মালদহে ১৫৯ জন, মুর্শিদাবাদে ১৫৬ জন, নদিয়ায় ৫২২ জন, বীরভূমে ১৯৯ জন, পুরুলিয়ায় ৮০ জন, বাঁকুড়ায় ৩০৩ জন, ঝাড়গ্রামে ১৩০ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৬৩ জন, পূর্ব মেদিনীপুরে ৪৭৪ জন, পূর্ব বর্ধমানে ১৯৬ জন, পশ্চিম বর্ধমানে ২৯৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
North 24 pargana’s Corona infection will cross Kolkata within one or two days
Story first published: Tuesday, June 1, 2021, 20:33 [IST]