ভ্যাকসিন সংকট থেকে মিলবে রেহাই, রাশিয়া থেকে ভারতে এল ৩ কোটি স্পুৎনিক ভি ভ্যাকসিন

ভ্যাকসিন সংকট অনেকটাই কমেছে। আজ ভোরেই ভারতে এল ৩ কোটি করোনা টিকা। হায়দরাবাদে আজ ভোরেই করোনা টিকা পৌঁছেছে। বিশেষ চার্ডার্ড বিমানে সেটা হায়দরাবাদ বিমান বন্দরে পৌঁছেছে বিপুল পরিমান ভ্যাকসিন। গত কয়েক মাস ধরে ভ্যাকসিন সংকট তীব্র আকার নিয়েছিল। সেটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ভ্যাকসিন সংকট

দেশে তীব্র ভ্যাকসিন সংকট তৈরি হয়েছিল করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায়। গোটা দেশে মানুষ ভ্যাকসিনের জন্য হাহাকার করছিল। হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছিলেন না তাঁরা। এই নিয়ে ভয়ঙ্কর অশান্তি তৈরি হয়েছিল রাজ্যগুলিতে। একাধিক জায়গায় হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন মানুষ। হাসপাতাল ভাঙচুরের ঘটনাও প্রকাশ্যে এসেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছিলেন না প্রবীণ নাগরিকরা।

দেশে এল স্পুৎনিক ভি

দেশের ভ্যাকসিন সংকট এখন অমেকটাই নিয়ন্ত্রণে। কোভ্যাক্সিনের ১২ কোটি ডোজ জুন মাসে ভারতের হাতে আসবে বলে জানিয়েছে ভারত বায়োটেক। অন্যদিকে আজই দেশে এসে পৌঁছেছে ৩ কোটি স্পুৎনিক ভি ভ্যাকসিন। মঙ্গলবার ভোটে হায়দরাবাদ বিমানবন্দরে বিশেষ চার্টার্ড বিমানে রাশিয়া থেকে এসে পৌঁছেছে বিপুল পরিমান স্পুৎনিক ভি ভ্যাকসিন।

ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা

ভ্যাকসিন নীতি নিয়ে কেন্দ্রকে রীতি মতো ভর্ৎসনা শুনতে হয়েছে শীর্ষ আদালতের কাছে। দেশের এই সংকট জনক পরিস্থিতিতে কেন কেন্দ্র ও রাজ্য আলাদা আলাদা দাম করা হয়েছে করোনা টিকার। এই নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে। ভ্যাকসিন নীতি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ডিসেম্বরের মধ্যেই টিকাকরণ শেষ

ডিসেম্বর মাসের মধ্যেই গোটা দেশে টিকাকরণ শেষ হয়ে যাবে কেন্দ্র জানিয়েছে শীর্ষ আদালতকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই গোটা দেশে টিকাকরণের টার্গেট নিয়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্পুৎনিক ভিও উৎপাদন করা হবে ভারতে। ৯৯৫ টাকা দাম করা হয়েছে স্পুৎনিক ভি। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।

More CORONA VACCINE News  

Read more about:
English summary
3 Crore Sputnik v vaccine arrive in India for Coronavirus
Story first published: Tuesday, June 1, 2021, 16:29 [IST]