ঠাঁসা আন্তর্জাতিক ক্রীড়া সূচি
আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা আইপিএল। অক্টোবর পর্যন্ত চলবে ফাইনাল সহ টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলি। তবে সেই সময় ঠাঁসা আন্তর্জাতিক ক্রীড়াসূচি থাকা শাকিব আল হাসানকে আইপিএল খেলার জন্য ছাড়া যাবে না বলে আগাম জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজিমুল হাসান। বলেছেন, অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে ভাল ফলাফল করাই তাঁদের লক্ষ্য। এর জন্য আইপিএলের পরিবর্তে শাকিবদের ওই সময় টানা আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে বলে জানিয়ে দিয়েছেন হাসান। রাজস্থান রয়্যালসের বাংলাদেশী ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকেও আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
শাকিব ও মুস্তাফিজুরের আইপিএল পারফরম্যান্স
আইপিএলে মোট ৬৬টি ম্যাচ খেলে ৭৮৪ রান করার পাশাপাশি ৬১টি উইকেট নিয়েছেন শাকিব আল হাসান। চলতি মরসুমে কেকেআরের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাঁ-হাতি অল রাউন্ডার। ৩৮ রান করার তিনি পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন। অন্যদিকে আইপিএলে ৩১টি ম্যাচ খেলে ৩২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ফাস্ট বোলার।
চিন্তিত ম্যাকালাম
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পাঠানো হবে না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের আগমন। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি খেলতে না আসার কথা প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। দুই তারকার সম্ভাব্য অনুপস্থিতিতে দল চাপে পড়ে যাবে বলে স্বীকার করে নিয়েছেন কেকেআরের হেড কোচ তথা প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর কথায়, আইপিএলের প্রথম পর্বে খেলা ক্রিকেটারদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। সেভাবে দলকে তৈরিও করা হয়েছিল। মর্গ্যান ও কামিন্সের অনুপস্থিতি সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা বলে মনে করেন কেকেআর কোচ।
তরুণ ব্রিগেডই ভরসা
আপাতত অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং প্যাট কাামিন্সকে বাদ রেখেই আইপিএলের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন কেকেআর কোচ। তাতে যোগ হবে শাকিব আল হাসানের নামও। সে সবের উর্ধ্বে উঠে ম্যাকালাম জানিয়েছেন রথীদের পাওয়া না গেলে তরুণ শুভমান গিল ও নীতীশ রানাদের মতো স্থানীয় ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে তাঁরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন বলেও মনে করেন ব্রেন্ডন ম্যাকালাম।