অপহরণের পেছনে অ্যান্টিগার ভূমিকা নেই
অ্যান্টিগার প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘এখানে আমার বলে রাখা ভালো যে
চোকসির নাগরিকত্ব নিয়ে এখনও কিছুই নির্ধারণ হয়নি কিন্তু তা সত্ত্বেও আমরা তাঁর আইনি ও সাংবিধানিক অধিকারকে সম্মান করছি এবং তিনি অ্যান্টিগা এবং বারবুডার মাটিতে থাকাকালীন আমরা এই অধিকারগুলি হ্রাস করতে কিছুই করিনি।' ব্রাউন এও জানিয়েছেন যে যদি অ্যান্টিগা চোকসিকে দেশ থেকে বিতাড়িত করতে মরিয়া হত তবে ভালো উপায় ছিল ভারতীয়দের এখানে ডেকে, বিমান নিয়ে এসে তাঁকে প্যাক করে আবার বিমানে করে ভারতে পাঠিয়ে দেওয়া। প্রসঙ্গত, ভারতীয় এই ব্যবসায়ী রবিবার অ্যান্টিগা ও বারবুডা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এবং বুধবার ডোমিনিকায় বেআইনি প্রবেশের জন্য তাঁকে গ্রেফতার করে ডোমিনিকা পুলিশ।
ডোমিনিকার বিরোধী দল সরব
পলাতক হীরে ব্যবসায়ীকে ভারতে প্রেরণে সহযোগিতা এবং আইনের শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হওয়ার অভিযোগে ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিটের ওপরও ক্ষোভ উগরে দেয় বিরোধীরা। ডোমিনিকার বিধানসভার বিরোধী দলের নেতা লেনক্স লিন্টন জানান যে মেহুল চোকসিকে যে পরিস্থিতিতে ডোমিনিকা নিয়ে আসা হয়েছে তার পূর্ণ তদন্ত করা হোক। তিনি আরও জানান, ডোমিনিকা, অ্যান্টিগা এবং ভারতের মধ্যে সুস্পষ্ট সহযোগিতা এবং মেহুল চোকসির ডোমিনিকায় অমানবিক স্থানান্তরকে সহায়তা করার জন্য পুলিশকে যাঁরা নির্দেশ বা প্রভাবিত করেছিলেন তাঁদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত।
হানি–ট্র্যাপে ফেলে অপহরণ
মেহুল চোকসি ও তাঁর আইনজীবী দাবি করেছেন যে তাঁকে অপহরণ করা হয় এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গত সপ্তাহে ডোমিনিকায় নিয়ে আসা হয়। সোমবার তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল দাবি করেন যে সম্ভবত তাঁর মক্কেলকে এক মহিলা দ্বারা হানি-ট্র্যাপে ফেলে গ্রেফতার করা হয়েছে। ওই মহিলাকে মেহুল চোকসি গত ৬ মাস ধরে চেনেন। চোকসি ওই মহিলার বাড়ি যাওয়ার সময়ই তাঁকে অপহরণ করা হয় এবং নৌকায় করে ডোমিনিকায় নিয়ে আসা হয়।
পিএনবি জালিয়াতি কেস
পিএনবি ব্যাঙ্কের ১৩৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতি কাণ্ডে জড়িত মেহুল চোকসি ২০১৮ সালে ভারত ছাড়েন। তবে তিনি ২০১৭ সালের নভেম্বরেই অ্যান্টিগার নাগরিকত্ব পেয়ে যান। সিবিআই এই পিএনবি জালিয়াতি কাণ্ডের তদন্ত করছে এবং মেহুল চোকসিকে ভারতে প্রত্যাবর্তন করানোর চেষ্টা চালানো হচ্ছে।