ভোটের আগে শোনা যাচ্ছিল রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করলে মুখ্যমন্ত্রীর দায়িত্বও পেতে পারেন তিনি। এমনকী কয়েকদিন আগেও দিলীপ ঘোষের জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হিসাবে উঠে আসছিল তাঁর নাম। এবার সেই জল্পনায় ইতি পড়ার আগেই মোদী ঘনিষ্ট সেই স্বপন দাশগুপ্তকেই ফের রাজ্যসভার সাংসদ মনোনীত করল পদ্ম শিবির। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে।
এই বিতর্কের মাঝেই ভোটের আবহে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। এদিকে ২০১৬ সালের এপ্রিলে প্রথম রাজ্যসভার সদস্য হিসাবে যোগদান করেন তিনি। কিন্তু সাংবিধানিক বিধি ভঙ্গের অভিযোগ উঠতেই মেয়াদ শেষের আগেই মার্চে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। এবার ফের ফিরলেন পুরনো আসনে। এদিন বাংলার এই বিজেপি নেতাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তিনি রাজ্যসভার সদ্য থাকবেন বলে জানা যাচ্ছে।