ফিকে হয়নি পরাজয়ের গ্লানি, কিন্তু ফের স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় মনোনীত করল পদ্ম শিবির

ভোটের আগে শোনা যাচ্ছিল রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করলে মুখ্যমন্ত্রীর দায়িত্বও পেতে পারেন তিনি। এমনকী কয়েকদিন আগেও দিলীপ ঘোষের জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হিসাবে উঠে আসছিল তাঁর নাম। এবার সেই জল্পনায় ইতি পড়ার আগেই মোদী ঘনিষ্ট সেই স্বপন দাশগুপ্তকেই ফের রাজ্যসভার সাংসদ মনোনীত করল পদ্ম শিবির। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে।


এদিকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত। কিন্তু গেরুয়া শিবিরের তরফে তাঁর নাম মনোনীত হতেই শুরু হয় বিতর্ক। স্বপন দাশগুপ্তর প্রার্থীপদ এবং রাজ্যসভার সদস্যপদ একই সঙ্গে কী করে থাকতে পারে সেই বিষয়ে উঠতে থাকে প্রশ্ন। এমনকী নিয়ম অনুসারেও রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার ৬ মাস পরে যদি কেউ কোনও রাজনৈতিক দলে যোগদান করেন তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়।

এই বিতর্কের মাঝেই ভোটের আবহে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। এদিকে ২০১৬ সালের এপ্রিলে প্রথম রাজ্যসভার সদস্য হিসাবে যোগদান করেন তিনি। কিন্তু সাংবিধানিক বিধি ভঙ্গের অভিযোগ উঠতেই মেয়াদ শেষের আগেই মার্চে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। এবার ফের ফিরলেন পুরনো আসনে। এদিন বাংলার এই বিজেপি নেতাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তিনি রাজ্যসভার সদ্য থাকবেন বলে জানা যাচ্ছে।

More BJP News  

Read more about:
English summary
shame of defeat did not fade, but again BJP nominated Swapan Dasgupta in Rajya Sabha