করোনা মহামারি আবহে নাগপুরের সরকারি হাসপাতালের ২৩০ জন চিকিৎসক গণ ছুটিতে

দেশে যখন করোনার দ্বিতীয় ওয়েভের বাড়বাড়ন্ত সংক্রমণ ঠিক তখনই মহারাষ্ট্রের নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজের মোট ২৩০ জন আবাসিক চিকিৎসক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণ ছুটিতে গেলেন। তাঁদের দাবি, রাজ্যে যখন করোনা সংক্রমণ কমছে তখন তাঁরা কোভিড–১৯–এর কর্তব্য থেকে স্বস্তি চান, যাতে তাঁরা পোস্ট–গ্র‌্যাজুয়েটে মনোযোগ দিতে পারেন।


নাগপুরের ইন্দিরা গান্ধী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (‌আইজিজিএমসিএইচ)‌ এই প্রতিবাদের প্রভাব জরুরি ও আইসিইউ পরিষেবায় পড়েনি। আইজিজিএমসিএইচে মহারাষ্ট্রের আবাসিক চিকিৎসকদের সংগঠন (‌মর্দ)‌–এর সভাপতি রজত আগরওয়াল জানিয়েছেন যে ২৩০ জন আবাসিক চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা অনির্দিষ্টকালের জন্য গণ ছুটিতে যাবে, এ বিষয়ে তাঁরা আগেও জানিয়েছিলেন কিন্তু তখন সেই সমস্যা সমাধান করা হয়নি। তিনি বলেন, '‌আইজিজিএমসিএইচে আবাসিক চিকিৎসকরা গত ১৫ মাস ধরে নিঃস্বার্থভাবে কোভিড মহামারিতে করোনা রোগীদের দিনরাত চিকিৎসা করে গিয়েছেন।’

ডাঃ আগরওয়াল জানান যে নাগপুর জেলায় মহামারি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই এই আবাসিক চিকিৎসকদের তাঁদের পোস্ট–গ্রয়াজুয়েট পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য এই ছুটি মঞ্জুর করা হয়েছে। তিনি জেলা কালেক্টর প্রদত্ত আশ্বাস অনুযায়ী কোভিড কাজের জন্য নয় এমন সার্জিক্যাল কমপ্লেক্সটি সম্পূর্ণ হস্তান্তর করারও দাবি করেছিলেন। ডাঃ আগরওয়াল দাবি করেছেন যে আবাসিক চিকিৎসকরা আইজিজিএমসিএইচ ডিনের কাছে অতীতে এই দাবি লিখে স্মারকলিপি জমা দেন কিন্তু হাসপাতাল প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।‌ তিনি বলেন, '‌এই পরিস্থিতিতে যখন আবাসিক চিকিৎসকদের পড়াশোনা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে, তখন আইজিজিএমসিএইচের আবাসিক চিকিৎসকদের কাছে নিজেদের কর্তব্য থেকে সরে আসা ছাড়া আর কোনও পথ ছিল না এবং মঙ্গলবার থেকে তাঁরা গণ ছুটিতে যাচ্ছে।’‌

রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, দেশজুড়ে চিকিৎসক‌দের ব্ল্যাক ডে পালন রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, দেশজুড়ে চিকিৎসক‌দের ব্ল্যাক ডে পালন



More MAHARASHTRA News  

Read more about:
English summary
230 resident doctors of Nagpur Medical College on mass leave for post-graduation