টোল ব্যবসা থেকে শুরু
পুলিশি তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, দিল্লিতে এক টোল বুথের দায়িত্ব নিয়েছিলেন সুশীল কুমার। কুখ্যাত সমাজবিরোধীরা এই ব্যবসার সঙ্গে জড়িত জেনেই ভারতের তারকা কুস্তিগীর তাতে ঝাঁপ দিয়েছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। আর সেই সূত্রে দাগি দুষ্কৃতী সুন্দর ভাটির ভাইপো অনিল ভাটির সঙ্গে সুশীলের পরিচয় হয় বলে জানতে পেরেছে পুলিশ। সেই সময় অনিলের বিরুদ্ধে খুন ও অন্যান্য মামলা রুজু ছিল বলে জানানো হয়েছে।
বিজেপি নেতা খুনে অভিযুক্ত অনিল
উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে ২০১৭ সালে গ্রেটার নয়ডায় শিব কুমার নামে এক বিজেপি নেতাকে খুন করা হয়েছিল। ওই ঘটনায় সুশীল কুমারের বন্ধু অনিল ভাটির নাম জড়িয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তা জানার পরেও ওই সমাজবিরোধীর সঙ্গে ভারতীয় কুস্তিগীরের মেলামেশায় ভাঁটা পড়েনি বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। টোল ব্যবসার হাত ধরে সুশীলের সঙ্গে বিকাশ লাগারপুরিয়া, মনজিৎ মহলের মতো দুষ্কৃতীদের সঙ্গে পরিচয় হয়েছিল। সবশেষে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তারকা কালা জাথেদি ও নীরজ বাওয়ানার মতো কুখ্যাত নামগুলির সংস্পর্শ এসেছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ।
সাগর রানা হত্যাকাণ্ডে অন্ধকার জগতের যোগ
গত ৪ মে সাগর রানাকে তাঁর মডেল টাউনের বাড়ি থেকে তুলে ছত্রসল স্টেডিয়ামে নিয়ে গিয়ে মারধর করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সুশীল কুমারের নির্দেশেই এই অপরাধ ঘটানো হয়েছিল বলে পুলিশের কাছে তথ্য এসে পৌঁছেছে। ঘটনায় গ্রেফতার হওয়া সুশীলের সহযোগী প্রিন্সের রাজসাক্ষী হতে চাওয়া এবং ভিজেন্দরের বয়ান থেকে স্পষ্ট হয়েছে যে ঘটনার দিন বাকিদের উস্কে ছিলেন সুশীল। সেদিন ছত্রসল স্টেডিয়ামে কুখ্যাত দিল্লির কুখ্যাত সমাজবিরোধীরাও হাজির ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী। ফলে অন্ধকার জগতের সঙ্গে এই ঘটনার যোগ কতটা সুস্পষ্ট, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশি হেফাজতে রয়েছেন সুশীল
সাগর রানা হত্যাকণ্ডে গ্রেফতার হওয়া সুশীল কুমার বর্তমানে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রয়েছেন। লাগাতার জেরা করার পাশাপাশি সুশীল সংক্রান্ত সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।