কমেছে কাশি, হয়েছে ঘুম, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি
রাতে ভাল ঘুম (sleep)) হয়েছে। দেহে কৃত্রিম অক্সিজেনের (oxygen) চাহিদাও কমেছে। এদিন সকালে দেওয়া বেসরকারি হাসপাতালের (hospital) হেলফ বুলেটিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (buddhadeb bhattachajee) শারীরিক অবস্থার আরও উন্নতির কথা জানানো হয়েছে।

তন্দ্রাচ্ছন্ন ভাব এবং অক্সিজেনের অভাব ছিল
১৮ মে করোনা আক্রান্ত হওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ২৫ মে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুরু থেকেই তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব এবং অক্সিজেনের অভাব ছিল। তা ধীরে ধীরে দূর হয়েছে। মাঝে মধ্যে যে কাশি হচ্ছিল তা অনেকটাই কমেছে।

মাঝে মধ্যে অক্সিজেন দিতে হচ্ছে
হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে মাঝে মধ্যে বাইপ্যাপ দিতে হচ্ছে। সেক্ষেত্রে মিনিটে অক্সিজেনের পরিমাণ ১ থেকে ২ লিটার। শুরুতে যা ছিল প্রায় ৪ লিটারের মতা। দেহের অক্সিজেনের মাত্রা ৯৫% বলে জানানো হয়েছে। রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক রয়েছে।

সচেতন এবং সতর্ক আছেন
বুদ্ধদেব ভট্টাচার্য সচেতন এবং সতর্ক আছেন। সঠিকভাবে কথাও বলছেন তিনি। তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে। হার্টরেট প্রতি মিনিটে ৬৫। প্রস্রাবের পরিমাণও স্বাভাবিক রয়েছে। রাতে ভাল ঘুম হয়েছে। স্বাভাবিকভাবেই খাবার খেয়েছেন তিনি।

ক্লিনিক্যালি উন্নতি
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্লেক্সেন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এছাড়াও মুখের মাধ্যমে স্টেরয়েড দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কয়েকদিন ধরে তাঁর রেমডেসিভিরের কোর্স শেষ করা হয়েছে। চিকিৎসার পরিভাষায় অবস্থার উন্নতি হচ্ছে তাঁর।
বাংলায় বাম-কং জোটের ভবিষ্যত নিয়ে সনিয়াকে চিঠি মান্নানের, তুলে ধরলে ব্যর্থতার কারণ, জল্পনা তুঙ্গে