নয়া দিল্লি: ভারতে ৮ জুন লঞ্চ হতে চলেছে iQoo Z3 স্মার্টফোন। সংস্থার তরফে স্মার্টফোনের লঞ্চের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আসন্ন স্মার্টফোনের জন্য সম্প্রতি অ্যামাজন একটি টিজার পৃষ্ঠাও চালু করেছে। পাশাপাশি সংস্থার তরফে আসন্ন স্মার্টফোনের লঞ্চের বিষয়টি নিশ্চিত করার জন্য একটি টিজার প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে iQoo Z3 স্মার্টফোনটি প্রকাশ করা হয়েছিল চিনের বাজারে। স্মার্টফোনোটি একটি Snapdragon 768G SoC, 120Hz ডিসপ্লে রিফ্রেস রেট এবং একটি side-mounted fingerprint সেন্সার নিয়ে আত্মপ্রকাশ করেছিল।

ভারতে ৮ জুন দুপুরে স্মার্টফোনটির লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করবে সংস্থা। আসন্ন স্মার্টফোনের লঞ্চ অনুষ্ঠানটি ভার্চুয়ালি করা হবে। অন্যদিকে অ্যামাজন ইতিমধ্যে iQoo Z3 ফোনের জন্য একটি ‘নোটিফাই মি’ বিকল্প চালু করেছে।

সংস্থার তরফে বলা হয়েছে, লঞ্চ অনুষ্ঠানে আসন্ন স্মার্টফোনের সমস্ত তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি ১ জুন iQoo Z3 স্মার্টফোনের ফুল লোড ফ্ল্যাশচার্জ প্রযুক্তি (FlashCharge Technology), ২ জুন ক্যামেরার (camera) বিবরণ, ৩ জুন গেমিং (gaming) অভিজ্ঞতা এবং ৪ জুন ডিসপ্লে (display) ডিজাইন প্রকাশ করা হবে বলেও জানিয়েছে সংস্থা।

চিনে ক্লাউড অক্সিজেন (Cloud Oxygen), ডিপ স্পেস (Deep Space) এবং নেবুলা (Nebula) রঙের সম্ভারে iQoo Z3 স্মার্টফোনটি প্রকাশ করা হয়েছিল। এছাড়া আসন্ন স্মার্টফোনের দাম রাখা হয়েছিল CNY 1,699, ভারতীয় মূল্যে প্রায় ১৮,৯০০ টাকা। আশাকরা হচ্ছে এই একই দামে এবং রঙের সম্ভারে ভারতে পাওয়া যেতে পারে iQoo Z3 স্মার্টফোনটি।

অন্যদিকে আবার চিনে লঞ্চ হতে চলেছে iQoo Neo 5 Lite স্মার্টফোনটি। এই আসন্ন ফোনটিকে চিনা বাজারে প্রকাশ করা হচ্ছে সংস্থার সর্বশেষ স্মার্টফোন হিসেবে। দুটি রঙ এবং তিনটি স্টোরেজ বিকল্পের মতো একাধিক বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে iQoo Neo 5 Lite।

সংস্থার আসন্ন নতুন স্মার্টফোনে থাকছে তিনটি স্টোরেজের বিকল্প। সংস্থার তরফে প্রতিটা স্টোরেজের জন্য ভিন্ন দাম রাখা হয়েছে। iQoo Neo 5 Lite স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে CNY 2,299, ভারতীয় মূল্যে যা প্রায় ২৬,০০০ টাকা। পাশাপাশি 8GB RAM + 256GB storage বিকল্পের দাম রয়েছে CNY 2,499, ভারতে যার দাম প্রায় ২৮,৩০০ টাকা। অন্যদিকে স্টোরেজের শেষ বিকল্প অর্থাৎ 12GB RAM + 256GB storage এর চিনা দাম CNY 2,699, আমাদের দেশের হিসেবে যা প্রায় ৩০,৬০০ টাকা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.