সম্প্রতি Gionee তাদের মিডরেঞ্জের একটি ‘M’ সিরিজ বাজারে লঞ্চ করছে। সংস্থা লঞ্চ করতে চলেছে M15 স্মার্টফোনটি। আসন্ন স্মার্টফোনে প্রসেসরের জন্য থাকছে একটি gaming-oriented MediaTek processor এর ব্যবস্থা। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রাখা হচ্ছে একটি 48MP quad ক্যামেরা সেটআপ, দ্রুত চার্জিং-এর সুবিধা এবং একটি FHD+ ডিসপ্লের পরিষেবা।
বাজারে Gionee আসন্ন M15 স্মার্টফোনটি প্রকাশ করা হয়েছে দুটি স্টোরেজের বিকল্পে । M15 ফোনের 6GB RAM এবং 128GB storage এর বিকল্পের দাম রাখা হয়েছে NGN 90,800, ভারতীয় মূল্যে যা প্রায় ১৬,০০০ টাকা। অন্যদিকে 8GB RAM এবং 128GB storage এর বিকল্পের দাম রয়েছে NGN 106,200, ভারতী মূল্যে যার দাম প্রায় ১৮,০০০ টাকা।
বৈশিষ্ট্যের দিকে Gionee আসন্ন M15 স্মার্টফোনে থাকছে একটি ৬.৬৭ ইঞ্চির IPC LCD ডিসপ্লে এবং স্ক্রিনের চারিদিকে স্লিম বর্ডারের ব্যবস্থা। পাশাপাশি Gionee-র ফোনটি সমর্থন করবে 1080 x 2400 pixels FHD+ resolution এবং 60Hz রিফ্রেস রেট। সেলফি ক্যামেরার জন্য দেওয়া হবে একটি aligned punch-hole এর পরিষেবা।
ক্যামেরার ক্ষেত্রে আসন্ন Gionee M15 স্মার্টফোনে গ্রাহকরা পাবে একটি 48MP primary সেন্সার এবং একটি 5MP ultrawide angle সেন্সার। পাশাপাশি এই সেটআপে যুক্ত থাকবে একটি 2MP সেন্সারের সঙ্গে একটি depth এবং একটি macro সেন্সার। এছাড়া সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য রাখা হয়েছে একটি 16MP সেলফি স্নেফারের ব্যবস্থাও।
অন্যদিকে Gionee M15 এ থাকছে একটি Helio G90 processor সহ Mali-G76 GPU এবং 8GB RAM। স্টোরেজের জন্য রয়েছে 128GB storage এর পরিষেবা। তবে একটি microSD card মাধ্যেম গ্রাহকরা এই storage পরিষেবা বাড়াতে সক্ষম হবে।
সংযোগের জন্য Gionee M15 এ দেওয়া হবে 4G LTE, dual SIM support, Wi-Fi, Bluetooth এবং 3.5mm headphone jack এর মতো সুবিধাগুলি। ফোনে সুরক্ষার জন্য থাকছে একটি rear-mounted fingerprint scanner এর ব্যবস্থা। এছাড়া 5,100 mAh এর একটি অধিক ক্ষমতার ব্যাটারি পরিষেবা রয়েছে, যা 18W rapid চার্জিং সমর্থন করে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.