ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে বিদর্ভ, পূর্ব রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। এছাড়াও ঝড়ের বেগ একটু কম হলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উপকূল অন্ধ্রপ্রদেশে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়ে। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, কোঙ্কন, গোয়া, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পরবর্তী দুদিনও একই পরিস্থিতি থাকতে পারে। উত্তরবঙ্গ সংলগ্ন বিহারের ওপরে ঘূর্ণাবর্ত থাকায় আগামী দুদিন সেখানে বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। আবহাওয়ার পরিবর্তন হবে ৩ জুন থেকে. তবে আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, যেই কারণেই এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৫)
বালুরঘাট (২৫.৮)
বাঁকুড়া (২৩.৫)
ব্যারাকপুর (২৫)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৪.৪)
ক্যানিং (২৬.২)
কোচবিহার (২৫.৩)
দার্জিলিং (১২.৫)
দিঘা (২৬.৩)
কলকাতা (২৫.৫)
মালদহ (২৫.১)
পানাগড় (২৫.৪)
পুরুলিয়া (২৫.১)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন (২৪.৭)