ফরাসি ওপেনের ডবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন ভারতের রোহন বোপান্না। ক্রোয়েশিয়ার ফ্র্যাঙ্কো স্কুগোরের সঙ্গে জুটি বেঁধে ইভেন্টের প্রথম রাউন্ডে তিনি স্ট্রেট সেটে জয় হাসিল করেছেন। সেই পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়েছেন ভারতের টেনিস প্রেমীরা। বোপান্না জুটির কাছ থেকে ভাল ফল আশা করা হচ্ছে।
রোঁলা গারোর দশম নম্বর কোর্টে জার্মানির আন্দ্রে বেগেম্যান ও জর্জিয়ার নিকোলজ বাসিলাসভিলি জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের রোপন বোপান্না ও ক্রোয়েশিয়ার ফ্র্যাঙ্কো স্কুগোরের অবাছাই জুটি। তবে প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করেন বোপান্নারা। মোকাবিলায় প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কার্যত দাঁড়াতে দেয়নি ইন্দো-ক্রোয়েশিয় জুটি।
প্রথম সেটে প্রতিপক্ষ শিবিরে একটি সার্ভিস ব্রেক করে রোহান ও ফ্র্যাঙ্কোর জুটি। ৬-৪ গেমে ওই সিরিজ জেতেন বোপান্নারা। দ্বিতীয় সেটে আরও শোচনীয় হয় জার্মানির আন্দ্রে বেগেম্যান ও জর্জিয়ার নিকোলজ বাসিলাসভিলি জুটির অবস্থা। প্রতিপক্ষ শিবিরের একটি সার্ভিস ব্রেক করে ৬-২ গেমে ওই সেট এবং ম্যাচ জেতে ইন্দো-ক্রোয়েশিয় জুটি।
ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস বিভাগে সহজ জয় হাসিল করেছেন প্রতিযোগিতার ২৪তম বাছাই রাশিয়ার আসলান কারাটসেভ। প্রথম রাউন্ডে আমেরিকার জেসন ব্রুকসবিকে তিনি ৬-৩, ৬-৪ এবং ৬-৪ ফলাফলে হারিয়েছেন। ইতালির স্টেফানো ত্রাভাগলিয়াকে ৬-২, ৬-৪, ৭-৬ (৭-৪) ফলাফলে হারিয়ে ফরাসি দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন প্রতিযোগিতার ২১তম বাছাই তথা অস্ট্রেলীয় তারকা অ্যালেক্স ডে মীনাউর।
ফরাসি ওপেনের প্রথম নৈশকালীন ম্যাচ স্ট্রেট সেটে জিতে ইতিহাস রচনা সেরেনার
অন্যদিকে মহিলাদের সিঙ্গলস বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ফ্রান্সের অবাছাই ওসানে বাবেলকে ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামসের দিদি ভেনাস উইলিয়ামসও। রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগুকে ৭-৬ (৮-৬) ও ৬-২ ফলাফলে হারিয়েছেন প্রতিযোগিতার সপ্তম বাছাই। প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় হাসিল করেছেন জেনেফার ব্র্যাডিও।