৫৪ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃতের সংখ্যার কমতি পরিসংখ্যানে

ধীরে ধীরে নামছে ভারতের করোনা গ্রাফ। গত দেড় মাসে যেখানে প্রবল বেগে দৈনিক আক্রান্তের সংখ্যায় বাড়বাড়ন্ত দেখা যায়, সেখানে আজকের রিপোর্টে দেখা যাচ্ছে করোনার জেরে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। এদিনের রিপোর্ট বলছে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৭,৫১০ জন। যা গত ৫৪ দিনের হিসাবে সর্বনিম্ন আপাতত।

এদিনের গ্রাফে ইতিবাচক ভাবে নেমেছে মৃতের সংখ্যা। গত কয়েক দিনে যেভাবে করোনার জেরে মৃতের সংখ্যা বেড়েছিল, তাতে একটা সময় এই অঙ্ক ছুঁয়েছে ৪ হাজারের ঘর। এরপর থেকে মৃতের সংখ্যা অনেকটাই নামতে দেখা যায়। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৯৫ জন। মোট মৃতের সংখ্যা দেশে ৩,৩১৮৯৫ জন।

এদিকে দেশে অ্যাক্টিভ কেস অনেকটাই নিম্নমুখী। এদিনের রিপোর্টে বলা হয়েছে, অ্যাক্টিভ কেস ১৮,৯৫,৫২০ । মোট ভ্যাকসিনেশন হয়েছে ২১,৬০,৪৬,৬৩৮ জনের। দেশে সর্বমোট ,২,৮১,৭৫,০৪৪ জন করোনা আক্রান্ত। এদিকে, ভারতে খুঁজে পাওয়া দুটি নতুন করোনা ভ্যারিয়েন্টের নামকরণ করেছে হু। ডেল্টা ও কাপ্পা এই দুই নামে ভূষিত হয়েছে করোনার দুটি ভ্যারিয়েন্ট।

এদিকে দেশে ভ্যাকসিনেশন ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। গতকালই ১১ অ -এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লেখেন কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন। তিনি আর্জি জানান যাতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। এদিকে তারপরই এদিন সকালে ঝাড়খণ্জের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি লেখেন। তবে মনে করা হচ্ছে, জুলাইয়ের মাঝমাঝি থেকে ভারতে ভ্যাকসিন পরিস্থিতি সুস্থির দিকে যাবে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
India Reports 1,27,510 New cases says report on 31 May 2021