২৮টি রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে বাংলা
পঞ্চায়েত ব্যবস্থায় ই-গভর্ন্যান্সের নিরিখে ২৮টি রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে নেয় বাংলা। ডিজিটাল মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ পরিচালনা এবং পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ দক্ষতার সঙ্গে করে চলেছে প্রশাসন। কোভিড পরিস্থিতিতেও পঞ্চায়েত স্তরে কাজের ঘাটতি আসেনি। তারই স্বীকৃতি দিল কেন্দ্র।
কেন্দ্রের মানপত্রে তৃতীয় স্থান দখল
ডিজিটাল মাধ্যমে আরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছেছে বাংলার পঞ্চায়েত। কাজে এসেছে স্বচ্ছতা। সেই পরিচ্ছন্ন ব্যবস্থাকেই সম্মান দিয়েছে কেন্দ্র। তার ফলে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের মানপত্র এসে পৌঁছেছে রাজ্যের কাছে। সেই মানপত্রে উল্লেখ রয়েছে, বাংলার পঞ্চায়েত দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে।
সংঘাতের আবহে সেরার স্বীকৃতি তাৎপর্যপূর্ণ
শুধু রাজ্যের পঞ্চায়েতই নয়, বাংলার একাধিক গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে দেশ সেরার তালিকায়। বিভিন্ন কাজে বীরভূম, বর্ধমান, পুরুলিয়া জেলা পুরষ্কৃত হয়েছে। কেন্দ্রের কাছ থেকে সেরার স্বীকৃতি পেয়ে স্বভাবতই খুশি রাজ্য। কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ।
সুব্রত-র পঞ্চায়েত দফতর সর্বদা তৎপর
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, পঞ্চায়েত দফতর সর্বদা তৎপর। করোনাকালেও তাঁরা সমস্ত পরিষেবা সঠিকভাবে দিয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের হানার পর বিভিন্ন কাজে পঞ্চায়েত দফতর ঝাঁপিয়ে পড়েছে। সঠিক কাজ হচ্ছে কিনা সর্বদা তদারকি করা হয়। সম্প্রতি ফের জেলাওয়াড়ি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জেলা ধরে ধরে মিটিং হবে বলে জানিয়েছেন তিনি।