২০২৪-এর লড়াইয়ে নরেন্দ্র মোদীকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে
এখনও ২০২৪-এর ভোট প্রায় তিন বছর দেরি। তা সত্ত্বেও এখন থেকে বাজতে শুরু করেছে দিল্লি যুদ্ধের দামামা। ২০২৪-এর লড়াইয়ে নরেন্দ্র মোদীকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের সারিতে তুলে ধরতে বিরোধী দলগুলি যেমন চাইছে, তেমনই তৃণমূল কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে।
তৃণমূল #BengaliPrimeMinister প্রচার শুরু করে দিয়েছে
২০২১-এ বাংলার যুদ্ধে মোদী অ্যান্ড কোম্পানিকে হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ই দিল্লির রাজনীতিতে বিরোধী মুখ হয়ে উঠেছেন। জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব বেড়ে যাওয়ার পর তৃণমূল #BengaliPrimeMinister প্রচার শুরু করে দিয়েছে। সেই হ্যাশট্যাগে মনোজ তিওয়ারি থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্যরা প্রচার করছেন।
বিজেপি বিরোধী একটা বড় অংশ #BengaliPrimeMinister প্রচারে সামিল
সোমবার থেকেই প্রচারে ট্রেন্ড হয়েছে #BengaliPrimeMinister। এরপর তৃণমূলের যুব নেতারা নেটমাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপি বিরোধী একটা বড় অংশও এই প্রচারে সামিল হচ্ছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে এই প্রচার আরও বেড়েছে।
#BengaliPrimeMinister প্রচারে যা লিখলেন মনোজ
রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহয়োগে #BengaliPrimeMinister প্রচার শুরু হয়েছিল। তারপর একদিনেই তা ভাইরাল। সোমবার প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি #BengaliPrimeMinister দিয়ে টুইট করেন। তিনি লেখেন- বাংলার আজ যা ভাবছে, ভারত কাল তা ভাববে।
বাংলায় মোদী-শাহ মডেল ব্যর্থ, দিদিই নেতৃত্বে
মনোজ আরও লেখেন, বাংলায় মোদী-শাহ মডেল ব্যর্থ হয়েছে। দিদিই আমাদের নেতৃত্ব দেবেন। যে ভাবে উনি উন্নয়নেলর মডেল বাস্তবায়িত করে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন, সেভাবেই তিনি এগিয়ে যাবেন। বাংলাকে এগিয়ে দেবেন। এই প্রচারে যোগ দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্যরাও।
ভারত বাংলার মেয়েকেই চায় #BengaliPrimeMinister
ট্রেন্ডিং #BengaliPrimeMinister-এ কেউ লিখছেন ২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্য। আবার কেউ লিখেছেন- ভারত বাংলার মেয়েকেই চায়। আবার কারও মন্তব্য দিদিকে এবার প্রধানমন্ত্রী চাই। ২০২১-এর নির্বাচনে মোদী-শাহসহ গোটা বিজেপি পরিবারকে একা কাঁধে হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২০২৪-এ তিনিই হতে পারেন চ্যালেঞ্জার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত পেতেই খড়দায় জনসংযোগ শুরু, জেতার ব্যাপারে আশাবাদী শোভনদেব