করোনার সংক্রমণে কলকাতাকে প্রায় ধরে ফেলল উত্তর ২৪ পরগনা, জেলার পরিসংখ্যান একনজরে

করোনার সংক্রমণে কলকাতাকে প্রায় ধরে ফেলল উত্তর ২৪ পরগনা। সোমবারের বুলেটিন অনুযায়ী আর মাত্র হাজার খানেকের তফাৎ রয়েছে দুই জেলার পরিসংখ্যান। করোনার দ্বিতীয় ঢেউয়ে কলকাতাকে টেক্কা দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই দুই জেলাই করোনার বাড়বাড়ন্তে শীর্ষে রয়েছে বাংলার মধ্যে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে প্রায় ১০ হাজারে নেমে এসেছে। বাংলায় ১০১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩২৪। উত্তর ২৪ পরগনায় ২৩৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় একটু কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৪৫৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৯১৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৯৫৪৪৬। শুধু এদিনই কলকাতায় ১৩২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৪৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৭৮৮৮৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১০৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫১৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৯৪১০৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৭৬ জন। মৃত্যু হয়েছে মোট ৩৯১৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৭২১৩৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮০৫০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৩৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৭০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৬৪৭৮ জন। হাওড়ায় আক্রান্ত ৮৫০৪৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। হুগলিতে ৬৫৮ জন বেড়ে আক্রান্ত ৭২৬০০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৫৮ জন, কোচবিহারে ২৭০ জন, দার্জিলিংয়ে ৩০৩ জন, কালিম্পংয়ে ১৬ জন, জলপাইগুড়িতে ২৪৭ জন, উত্তর দিনাজপুরে ২১২ জন, দক্ষিণ দিনাজপুরে ১৩১ জন, মালদহে ১৩৮ জন, মুর্শিদাবাদে ১৪৬ জন, নদিয়ায় ৫৫১ জন, বীরভূমে ১৬১ জন, পুরুলিয়ায় ৪৪ জন, বাঁকুড়ায় ২৭০ জন, ঝাড়গ্রামে ৬৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৬৬ জন, পূর্ব মেদিনীপুরে ৫০৪ জন, পূর্ব বর্ধমানে ২৭৯ জন, পশ্চিম বর্ধমানে ২৫৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
North 24 pargana’s Corona infection will cross Kolkata within one or two days. All district’s Coronavorus infection are increased.