কাশ্মীর, লেহ, লাদাখ চিনের অংশ, টুইটার লোকেশনে চমকে দেওয়ার মতো ঘটনা প্রকাশ্যে

কাশ্মীর, লেহ, লাদাখ চিনের অংশ। টুইটার লোকেশন এমনই দেখাচ্ছে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ভারত শক্তি ডট ইনের এডিটর ইন চিফ নিতিন গোখলে নিজে লে থেকে টুইটারে লাইভ করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন। এই নিয়ে তিনি টুইটারকে অভিযোগও জানিয়েছেন, কিন্তু তার পরেও টুইটার ইন্ডায়া বা টুইটারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

লেহ-লাদাখ চিনের অংশ

টুইটার লোকেশনে লেহ-লাদাখতে চিনের অংশ বলে দেখাচ্ছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এনেছেন ভারত শক্তি ডট ইনের এডিটর ইন চিফ নীতিন গোখলে। লাদাখে পৌঁছে যখন তিনি টুইটার লাইভ করতে শুরু করেন তখন লোকেশন দেখায় লাদাখ কাশ্মীরের অন্তর্গত পিপলস রিপাবলিক অব চায়নার অংশ। এমনকী লেহ বিমানবন্দরকেও চিনের অংশ হিসেবে দেখানো হচ্ছে।

টুইটারকে অভিযোগ

ভারতের অংশ লেহ, লাদাখ-কাশ্মীরকে কেন চিনের অংশ হিসেবে দেখানো হচ্ছে এই নিয়ে টুইটারকে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এমকী টুইটার ইন্ডিয়াকেও অভিযোগ জানান। কিন্তু তাতে কোনও লাভ না হওয়ায় শেষে নীতিন গোখেল ফের লাইভ করে ঘটনাটি জনসমক্ষে প্রকাশ করেন। তিনি অভিযোগ করেছেন টুইটারের পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তাই ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। টুইটার ভারত বিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

টুইটারের সঙ্গে বিবাদ

গত কয়েক দিন ধরেই কেন্দ্রের সঙ্গে টুইটারের বিবাদ তৈরি হয়েছে। কেন্দ্র তথ্য প্রযুক্তি আইন নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছে টুইটার। ভারতে বাক স্বাধীনতা হরণের চেষ্টা করা হচ্ছে বলে টুইটারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পাল্টা সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটারকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। ভারতের মত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা যথেষ্ট ভাল করেই মান্যতা দেওয়া হয় বলে জানানো হয়েছে।

চিনের সঙ্গে বিবাদ

করোনা আবহের মধ্যেই গত এক বছর ধরে লাদাখ নিয়ে চিনের সঙ্গে বিবাদ চরমে পৌঁছেছে ভারতের। লাদাখের নিয়ন্ত্রণ রেখা মানতে নারাজ বেজিং। প্যাংগং সো হ্রদের একটা দিক নিজের অংশ বলে দাবি করেছে চিন। সেখানে নিজেদের সেনা মোতায়েন করে রেখেছিল। এই নিয়ে ভারতের সঙ্গে একাধিক বার দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু সমস্যা এখনও মেটেনি।

More KASHMIR News  

Read more about:
English summary
Twitter show Leh Ladakh and Kashmir location is a part of China