নয়া দিল্লি: গুগল যুক্ত করতে চলেছে একটি নতুন বৈশিষ্ট্য। এই নতুন বৈশিষ্ট্যে গ্রাহকরা পাবে স্ক্রিনশটের সুবিধা। তবে আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই সংস্থার নতুন এই বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করতে পারবে। গুগলের নতুন বিকল্পটি রাখা হয়েছে শেয়ারিং মেনুর নিচে কপি লিঙ্ক, সেন্ড টু ইউর ভিভাইস, কিউআর কোড এবং প্রিন্ট এর সারিতে।
সম্প্রতি গুগল প্রকাশ করেছিল Chrome 91 আপডেটটি । এই আপডেট দেওয়া হয়েছিল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। আর মনে করা হচ্ছে সার্চ জায়েন্টটি এই আপডেটের অংশ হিসেবে নতুন সরঞ্জামটি দিচ্ছে গ্রাহকদের। গুগলের নতুন বৈশিষ্ট্যটির ফলে ব্যবহারকারীদের ওয়েব পৃষ্ঠাগুলির স্ক্রিনশট নেওয়া আরও সহজ হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল তাদের “শেয়ারিং মেনু”টি (Sharing Menu) আপডেট করেছে। নতুন আপডেটে এই মেনুতে তিনটি সারি যুক্ত করেছে গুগল। প্রথম সারিতে রয়েছে পৃষ্ঠার নাম (page name), ইউআরএল (URL) এবং বর্তমান ওয়েবপৃষ্ঠার (webpage) ফ্যাভিকনটি (favicon) । দ্বিতীয় সারিতে রয়েছে ডিভাইসে (device) থাকা সোশ্যাল মাধ্যমের (social apps) তালিকা। আর শেষ সারিতে থাকছে নতুন বৈশিষ্ট্যযুক্ত স্ক্রিনশট সহ কপি লিঙ্ক (Copy Link), সেন্ড টু ইউর ভিভাইস (Send to Your Devices), কিউআর কোড (QR Code) এবং প্রিন্ট (Print) এর মতো বিকল্পগুলির তালিকা।
নতুন স্ক্রিনশট অপশনে ক্লিক করলে অ্যাপের ওপরে থাকা ঠিকানা বার সহ সমস্ত ওয়েবপৃষ্ঠার স্ক্রিনশটটি নেওয়া যাবে। তবে সেই সময় ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত হবে তিনটি বিকল্প। এই বিকল্পের মধ্যে থাকবে ক্রপ (Crop), টেক্স (Text) এবং ড্র (Draw) পরিষেবাগুলি।
ক্রপ বৈশিষ্ট্যের ফলে গ্রাহকরা নিজের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নেওয়া ছবিটি কাটতে পারবে। তবে এই ক্ষেত্রে ডিভাইসে ছবির রেশিও এবং ছবির শতাংশ দৃশ্যমান হয়না। অন্যদিকে টেক্স এর মাধ্যেম ব্যবহারকারীরা ছবির সঙ্গে কোনও লেখা যুক্ত করতে পারে। এছাড়া সর্বশেষ বৈশিষ্ট্য ড্র এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির পরিমাপ পরিবর্তন এবং রঙ পরিবর্তনের মতো সুবিধাগুলি উপভোগ করতে পারবে।
অন্যদিকে গুগল (Google) আরও একটি নতুন আপডেটও যুক্ত করেছে। এই নতুন আপডেটে জিমেলে (Gmail) থাকা ছবি সরাসরি সংরক্ষণ করা যাবে গুগল ফটোসে (Google Photos) । ব্যবহারকারীরা “সেভ টু ফটো” বিকল্পের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে মেলে থাকা ছবিগুলি। তবে আপাতত ছবি সংরক্ষণের জন্য পাওয়া যাবে শুধু মাত্র জেপিজি ফর্ম্যাটটি। ছবির অন্যান্য ফর্মেটগুলি কবে থেকে উপলভ্য হতে পারে সেই বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.