কলকাতা: রাজ্যে শুরু হয়ে গেল প্রাক বর্ষার (Monsoon)বৃষ্টি (Rain)। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি শুরু হয়েছে। এটাই প্রাক বর্ষার বৃষ্টি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ( Weather Office) সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির সঙ্গেই রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি নামলেও গরম থেকে রেহাই এখনই নয়। বরং আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আগামী বৃহস্পতিবার কেরলে (Kerala) ঢুকছে বর্ষা। কেরলে বর্ষা ঢোকার আগে বাংলায় শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। আজ সকাল থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার জেরে শুধু বাংলাতেই নয়, পূর্ব ভারতের (East India) একাধিক রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি কয়েকদিন ধরে চলবে বলে জানা গিয়েছে। এমনভাবেই কয়েকদিন ধরে প্রাক বর্ষার বৃষ্টি চলার পর পাকাপাকিভাবে বর্ষা নামবে বঙ্গে। এবছর গোটা দেশেই স্বাভাবিক বর্ষা হবে বলে আগেই জানিয়েছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গেও (West Bengal) এবছর বৃষ্টিপাতের পরিমাণ বর্ষাকালে স্বাভাবিক থাকবে।

সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata)-সহ গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। শহর কলকাতা লাগোয়া জেলাগুলিতেও আকাশের মুখ ভার। আজ দিনভর গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে কয়েকটি জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি বেশ কিছু এলাকায় বর্ষাকালে ধস নামে। করোনাকালে এবছর ধস মোকাবিলায় আগেভাগে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বৃষ্টির জেরে পাহাড়ে বড় ধস নামলে আগাম কোনও ব্যবস্থাই যথেষ্ট নয়। তবে বৃষ্টি নামলেও এখনই গরম থেকে রেহাই মিলছে না। বরং আগামী কয়েকদিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম বাড়তে পারে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.