সহজ জয় দিয়েই ফরাসি ওপেনের অভিযান শুরু কিংবদন্তি রজার ফেডেরারের

জেনেভা ওপেনের ব্যর্থতা ভুলে ফরাসি ওপেনের শুরুটা দুর্দান্তভাবেই করলেন রজার ফেডেরার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ স্ট্রেট সেটেই জিতেছেন কিংবদন্তি। প্রতিযোগিতার অষ্টম বাছাই রজারের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারলেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিন।

অবাছাই ইস্তোমিনের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই কোর্টে দাপট দেখাতে থাকেন ফেডেরার। প্রথম সেটে প্রতিপক্ষের তিনটি গেম ব্রেক করেন কিংবদন্তি। ৬-২ গেমে মোকাবিলা জেতেন রজার। দ্বিতীয় সেটেও ফেডেরারের পরিচিত ফোর হ্যান্ড, ডাউন দ্য লাইন ও এসের জবাব দিতে পারেননি উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিন। ৬-৪ গেমে সেই সেট জিতে যান ফেডেরার। ম্যাচের তৃতীয় সেটে প্রতিপক্ষের দুটি সার্ভিস ব্রেক করেন রজার। ৬-৩ গেমে মোকাবিলা জেতেন প্রতিযোগিতার অষ্টম বাছাই।

এর আগে জেনেভা ওপেনের রাউন্ড অফ সিক্সটিন থেকে ছিটকে টেনিস প্রেমীদের হতাশ করেছিলেন রজার ফেডেরার। স্পেনের অখ্যাত পাবলো আনডুজারের কাছে ৪-৬, ৬-৪, ৪-৬ ফলাফলে ম্যাচ হেরেছিলেন কিংবদন্তি। সেই হারের কোনও রেশ পড়ল না ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে। হেলায় ম্যাচ জিতে বুঝিয়ে দিলেন যে রজার আছে রাজার হালেই।

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিকের বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাচ জিতেছেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ। প্রথম সেট ৬-৩ গেমে জেতেন ড্যানিল। দ্বিতীয় সেটও ৬-৩ গেমে জেতেন রাশিয়ান। তৃতীয় সেটে সামান্য লড়াই দিলেও মেদভেদেভের জয় আটকাতে পারেননি বুবলিক। ওই মোকবিলা ৭-৫ গেমে জেতেন ড্যানিল। ফ্রান্সের জেরেমি চারডির বিরুদ্ধে টুনামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন পঞ্চন বাছাই স্টেফানস সিটসিপাস। ম্যাচের প্রথম সেটের ফয়সলা টাইব্রেকারের মাধ্যমে হয়। খেলার ফল ৭-৬ (৮-৬), ৬-৩, ৬-১।

ফরাসি ওপেনের মহিলাদের বিভাগের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন কানাডার বিনাকা অ্যান্দ্রেসকু। স্লোভানিয়ার টামারা জিদানসেককে ৭-৬ (৭-১), ৬-৭ (২-৭) ও ৯-৭ গেমে হারিয়েছেন বিনাকা। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন জার্মানির এলিসে মার্টেন্স। প্রথম রাউন্ডে তিনি অস্ট্রেলিয়ার স্টর্ম সান্ডার্সের বিরুদ্ধে ৬-৪, ৬-১ গেমে ম্যাচ জেতেন।

More FRENCH OPEN News  

Read more about:
English summary
Roger Federer reaches to the second round of French Open comfortably
Story first published: Monday, May 31, 2021, 21:46 [IST]