২০২৪-এর যুদ্ধে সম্মুখ সমরে মোদী বনাম মমতা! তিনবছর আগেই বেজে গেল দামামা

তিন বছর আগেই বেজে গেল দিল্লি যুদ্ধের দামামা। এবার ২০২৪-এর লড়াই সরাসরি হতে চলেছে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। ২০২১-এ বাংলার যুদ্ধে মোদী অ্যান্ড কোম্পানিকে হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ই দিল্লির রাজনীতিতে বিরোধী মুখ হয়ে উঠেছেন। জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব বেড়েই চলেছে একুশের কুরুক্ষেত্র জেতার পর।

প্রধানমন্ত্রী নির্মম, নিষ্ঠুর বেনজির ভাষায় প্রধানমন্ত্রী কে আক্রমণ মমতার, কেন্দ্র বিরোধী সুর চড়া মুখ্যমন্ত্রীর

মোদীকে ব্যাকফুটে ঠেলে অ্যাডভান্টেজ অবস্থানে মমতা

একুশের নির্বাচনে বিজেপিকে দুরমুশ করে জেতার পর আরও একটি যুদ্ধে মোদীকে ব্যাকফুটে ঠেলে অ্যাডভান্টেজ অবস্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি ও বদলি ইস্যুতে একের পর এক মাস্টারস্ট্রোক দেওয়ার পরে নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে #BengaliPrimeMinister।

একা কাঁধে যুদ্ধ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের

২০২১-এর নির্বাচনে মোদী-শাহসহ গোটা বিজেপি পরিবারকে একা কাঁধে হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-শাহের নেতৃত্বে বাংলা দখল করতে গোটা বিজেপি টিমকে নামিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নেতারা তো ছিলেনই, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এনেও প্রচারে ঝড় তোলা হয়েছিল। মোদী-শাহরা হয়েছিলেন ডেলি প্যাসেঞ্জার। তাঁদের ঝড় একা সামলেছেন মমতা। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন হাতে গোনা সহযোগী।

মানুষের আস্থাভাজন হয়ে ফের বিজয়িনী মমতা

শুধু কি তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভেঙে ছারখার করে দেওয়া হয়েছে একুশের নির্বাচনের আগে। তৃণমূলেপর ভবিষ্যৎ বলতে যাঁদের বোঝাত, তাঁদেরকেও দল ভাঙিয়ে নিয়ে গিয়েছেন মোদী-শাহরা। কিন্তু কাজের কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙনেও ভরসা রেখেছিলেন বাংলার মানুষের উপর। সেই আস্থা রেখেছেন মানুষ। ফের বিজয়িনী মমতা।

বাংলার কুর্সির সঙ্গে জাতীয় রাজনীতিতেও গুরুত্বের আসনে

আর তারকাখচিত বিজেপির বিরুদ্ধে এই একটি জয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার কুর্সি তো দিয়েছেই, সেইসঙ্গে জাতীয় রাজনীতিতে বসিয়েছে মহাগুরুত্বের আসনে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার ভাবতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

২০২৪-এ কঠিন লড়াইয়ে পড়তে হবে মোদী অ্যান্ড কোং-কে

রাজ্যের নির্বাচনে একার কাঁধে মোদী-শাহদের হারানোর পর দিল্লির যুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে চাইছে বিজেপি বিরোধী সিংহভাগ দলই। জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব অনেকাংশ বাড়িয়ে তিনি যদি মোদীর প্রধান চ্যালেঞ্জার হয়ে ওঠেন তবে ২০২৪-এ কঠিন লড়াইয়ে পড়তে হবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যান্ড কোং-কে।

বিরোধী ঐক্যের মুখ মমতা, কূটনৈতিক যুদ্ধে ব্যাকফুটে মোদী

ইতিমধ্যেই দিল্লিতে বিরোধী ঐক্য গড়ে তোলার বার্তা দিয়েছেন মমতা। তাঁকে কেন্দ্র করেই দিল্লির বিরোধী রাজনীতি আবর্তিত হতে শুরু করেছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীই। মুখ্যসচিবকে নিয়ে কূটনৈতিক যুদ্ধে ব্যাকফুটে পড়ে যাওয়া তারই প্রমাণ।

এক পায়ে বাংলা জয়, দু-পায়ে ২০২৪-এ দিল্লির মসনদ

বাংলায় ভোট চলাকালীনই ২০২৪-এর আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে করে ভোট প্রচারে চষে বেরিয়েছেন বাংলা। আর স্লোগান তুলেছেন- এক পায়ে বাংলা জয়, দু-পায়ে ২০২৪-এ দিল্লি। এবার দিল্লিতে যে মোদী বনাম মমতা লড়াই হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত করে দিয়েছে বাংলার নির্বাচন। সেই থেকেই বাংলা ও বাঙালি আবেগও উসকে দেওয়া হয়েছে।

বাঙালি প্রধানমন্ত্রী দেখেনি দেশ, এবার কি পূর্ণতা পাবে

এখনও কোনও বাঙালি প্রধানমন্ত্রী দেখেনি দেশ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে আবেগ তৈরি হয়েছিল, তা আজও অপূর্ণ থেকে গিয়েছে। মাঝে দুই বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছিলেন জ্যোতি বসু। ঐতিহাসিক ভুল করে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেননি। আর তারপর প্রণব মুখোপাধ্যায়ের ভাগ্যচক্র তাঁকে প্রধানমন্ত্রীর আসনে বসতে দেয়নি। রাষ্ট্রপতি হয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে।

#BengaliPrimeMinister-এ বাঙালি আবেগ

তারপর প্রণব মুখোপাধ্যায় জল্পনা উসকে বলেছিলেন, বাঙালি প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্যো পপাধ্যায়। কেননা তিনি জননেত্রী। আমি তো জননেতা ছিলাম না, পারিনি প্রধানমন্ত্রী হতে। মমতা পারবেন। সেই আবেগে ভর করেই তৃণমূল কংগ্রেস এবার মমতা বন্যোপাপাধ্যায়কে দিল্লির দরবারে বিরোধী ঐক্যের মুখ করে তুলতে চাইছেন। ভোটের তিন বছরে আগে থেকেই বাঙালি আবেগ উসকে তাঁরা ট্রেন্ডিং করতে সফল হয়েছেন #BengaliPrimeMinister।

প্রধানমন্ত্রী হিসেবে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে

তৃণমূল নেতা-কর্মীরা টুইটারে ট্রেন্ডিং করেছেন বাঙালি প্রধানমন্ত্রী চাই। #BengaliPrimeMinister-এই হ্যাশট্যাগে ছয়লাপ টুইটার। ২০২১ থেকেই ২০২৪-এ লড়াই শুরু হয়ে গেল। দাবি উঠে পড়ল বাঙালি প্রধানমন্ত্রী চাই। আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী হিসেবে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক সংঘাত ছাপিয়ে নেট দুনিয়ায় প্রকাশ্যে উঠে এল বাঙালি জাতিসত্ত্বার আবেগ।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee versus Narendra Modi are face to face in 2024 Lok sabha Election fight. Now #BengaliPrimeMinister is viral in Social Media.