মানুষ পারেনা এমন কাজ বোধ হয় নেই! জলের মধ্যে আগুন জ্বালানো থেকে শুরু করে মঙ্গলগ্রহে অবতরণ। সবকিছুতেই মানুষ তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এর পাশাপাশি রোজানা এমন একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে শুরুতে বিশ্বাস করা সম্ভব না হলেও, বাস্তবে সেটাই সত্যি। এমনকি সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ঘুরে বেড়ায় তার মধ্যে পশুপাখিদের প্রতি মানুষের স্নেহশীল আচরণও চোখে পড়ে। তার মধ্যে রাস্তার কুকুরবিড়ালদের পরম স্নেহের সাথে খাবার খাওয়ানোর ভিডিও (Viral Video) তো দেখতে মেলেই। সম্প্রতি তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ধন্যবাদ জানাচ্ছে খোদ নেটিজেনরাই।
ঘটনাটি হল, প্রখর রোদে হাইওয়ের ধারে একটি তৃষ্ণার্ত ঈগলকে দেখে, একদল যুবক তাকে জল খাওয়ানোর ব্যবস্থা করে। আর সেই জল খাওয়ানোর মুহূর্তই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক যুবক জার থেকে সরু সুতোর মতো করে জল ঢালছে একটি তৃষ্ণার্ত ঈগলের গালে। শুরুতে ঈগলটি জল খেতে সমস্যার সম্মুখীন হলেও, ধিরে ধিরে ধাতস্থ হয়ে যায়। যুবকটিও যতক্ষণ না ঈগলটির তৃষ্ণা নিবারণ না হল, সে জল ঢালতে থাকে। যুবকটির সঙ্গে আরও দু’জন সেখানে ছিল। হাইওয়ের উপরে তাঁদের ছায়া দেখে অনুমান করা যাচ্ছিল, তীব্র গরমে ঈগলটি দীর্ঘক্ষণ জল না পেয়ে তৃষ্ণার্ত হয়ে ঘুরছিল। তাই মানুষের হাত থেকে জল খেতেও সে বিন্দুমাত্র ভীত সন্ত্রস্ত হয়নি।
জলের জার থেকে জল পড়তে শুরু করলেই ঈগলটি সেখানে এগিয়ে যায়। শুরুতে জলের জারের মধ্যে মুখ ঢুকিয়ে ঈগলটি জল খাওয়ার চেষ্টা করলে, তা সম্ভব হয়নি। সেই সময় ঈগলটির আচরণে এটা স্পষ্ট ছিল যে সে কতটা তৃষ্ণার্ত। শেষে জল খেয়ে সে যে অনেকটাই স্বস্তি পেয়েছে, তা ভিডিও দেখেই অনুমান করা যাচ্ছে। গোটা ভিডিওটা নেটপাড়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়ে যায় এবং তা মানুষের মন জয় করে নেই।
Thirsty eagle..
Thank you! 🙏 pic.twitter.com/ljmh7yMlDU
— Buitengebieden (@buitengebieden_) May 24, 2021
এমন দৃশ্য কী আর রোজ রোজ দেখা যায়! ইতিমধ্যেই ৫৫ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে ভিডিওটিতে (Viral Video)।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.