দুবাই: করোনার জন্য ২০২১ আইপিএল মাঝপথেই স্থগিত (suspension of IPL 2021) হওয়ার পরই অক্টোবরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ ১ জুন অর্থাৎ মঙ্গলবার আইসিসি-র (ICC) একজিকিউটিভ বোর্ড মিটিংয়ে (Executive Board meeting) ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা থাকলেও সম্ভবত তা হচ্ছে না৷ কারণ আইসিসি-র কাছে আরও এক মাস সময় চাইতে চলেছে বিসিসিআই৷ ভার্চুয়ালি এই সভায় উপস্থিত থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI president) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত৷ বর্তমানে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমলেও এখনও নিরাপদ নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেশ৷ এই অবস্থায় বছরের শেষে অর্থাৎ অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে সংশয়ে বিসিসিআইও (BCCI)৷ ১ জুন আইসিসি-র একজিকিউটিভ বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও বিসিসিআই আরও এক মাস বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে৷
দু’দিন আগে অর্থাৎ গত শনিবার ২৯ মে স্পেশাল জেনারেল মিটিংয়ে (Special General Meeting) স্থগিত ২০২১ আইপিএল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)৷ বিশ্বকাপের ঠিক আগে মরু শহরে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌরভের বোর্ড৷ তবে আইপিএল নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের (Emirates Cricket Board) সঙ্গে আলোচনা করতে বুধবারই দুবাই পৌঁছেছেন সৌরভ৷ ইতিমধ্যেই সেখানে চলে গিয়েছেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা৷
টি-২০ বিশ্বকাপ ছাড়াও ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্যাম এবং ট্যাক্স নিয়ে আলোচনা হতে পারে আইসিসি-র সভায়৷ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হতে পারে ১৮ জুলাই আইসিসি-র বার্ষিক কনফারেন্সে৷ বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানান, “The COVID-19 cases are reducing but obviously it is still not a situation where we can firmly commit to hosting the World T20. Ganguly and secretary Jay Shah are right in asking for one month’s time to decide.”
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.