নয়াদিল্লি: টোকিও অলিম্পিক(Tokyo Olympics) শেষ পর্যন্ত আয়োজিত হবে কি হবে না তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। তবে যদি নির্দিষ্ট সূচি অনুযায়ী অলিম্পিক আয়োজিত হয়, তবে টুর্নামেন্টটি শুরু হতে আর বেশি দিন বাকি নেই। সেই জন্য এবার সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে যৌথ উদ্যোগে টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তা দিতে এগিয়ে এলেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু(Kiren Rijiju)।

টোকিওগামী অ্যাথলিটদের সমর্থন জোগাতে সম্প্রচারকারী চ্যানেল সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক(SPSN) আগেই #হাম হোঙ্গে কামিয়াব(HumHongeKamyab) এবং #অলিম্পিক্স জোশ(OlympicsJosh) নামে দুটি ক্যাম্পেন চালু করেছিল। কিরেণ বাবু এই ক্যাম্পেন গুলির মাধ্যমেই অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তা জানান। সোনি স্পোর্টস ইন্ডিয়ার ইউটিউব পেজ থেকে গতকাল কিরেণ বাবুর এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘ভারতের ক্রীড়ামন্ত্রী শ্রী কিরেণ রিজিজু অলিম্পিক্স জোশকে নেতৃত্ব দিচ্ছেন’।

সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক(SPSN) টোকিওগামী অ্যাথলিটদের সবরকমভাবে সমর্থন জোগাচ্ছে। দেশের সব মানুষ যাতে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া সকল অ্যাথলিটদের সম্বন্ধে জানতে পারেন, তার জন্য সব রকম প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তারা। এই কঠিন কোভিড পরিস্থিতিতেও যেই অ্যাথলিটরা দেশের নাম উজ্জ্বল করতে টোকিও পাড়ি দিচ্ছেন তাঁদের সমর্থনে এর আগে স্পোর্টস তো বটেই, তার সঙ্গেই বলিউড, বিজনেস-সহ বিভিন্ন দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিল সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক।

সেই ভিডিওটিতে বিজেন্দর সিং, নীতা অম্বানি, যুবরাজ সিং, সঞ্জয় মঞ্জরেকর, বোম্যান ইরানি, অনুপম খের, সুধা মূর্তি, পার্থ জিন্দল, আরশাদ ওয়ার্সি, শান, শঙ্কর মহাদেবন, ফারহান আখতার, সোনাক্ষী সিনহা, গৌতম আদানির মতো তারকাদের দেখা গিয়েছিল। তাঁরা টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন সেই ভিডিওটির মাধ্যমে।

এই সকল ক্যাম্পেনের মাধ্যমে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক(SPSN) অ্যাথলিটদের যেমন শুভেচ্ছাবার্তা জানাচ্ছে, তেমনই দেশবাসীর মনেও অ্যাথলিটদের জন্য একটা গর্বের আর ভালোবাসার জায়গা তৈরি করতে চাইছে। তাঁদের লক্ষ্যই হল ঐতিহ্যশালী অলিম্পিকে যখন অ্যাথলিটরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নামবেন, তখন যেন তাঁরা জানেন ঘরে বসে তাঁদের সমর্থন করছে সকল দেশবাসী।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.