ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.‌১

ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। এদিনের রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৪.‌১। রবিবার দুপুরে অসমের তেজপুরে কাছে এই কম্পন অনুভূত হয়।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎসস্থান অসমের তেজপুর থেকে ৪০ কিমি পশ্চিমে। রবিবার দুপুর ২.‌২৩ নাগাদ ভূপৃষ্টের ১৬ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। এর আগে গত ১০ মে ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম। সেই সময় নগাঁও-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। এদিন আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে অসম ৷ ২৮ এপ্রিলের মূল ধাক্কার পর ৬টি আফটার শক এসেছিল ৷ কম্পনের মাপ ছিল ৩.২ থেকে ৪.৭ ৷ আড়াই ঘণ্টা পরপর হয়েছিল আফটার শক ৷ মোট ১৮ টি আফটার শক হয় ৷ মধ্য অসমের ব্রহ্মপুত্রের দু'দিকেই এই ধাক্কা এসেছে বলে জানা গিয়েছে ৷ ৩০ এপ্রিলও ফের একবার ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। এদিন রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৩.২ ৷

More EARTHQUAKE News  

Read more about:
English summary
earthquake in assam