ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। এদিনের রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৪.১। রবিবার দুপুরে অসমের তেজপুরে কাছে এই কম্পন অনুভূত হয়।
২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে অসম ৷ ২৮ এপ্রিলের মূল ধাক্কার পর ৬টি আফটার শক এসেছিল ৷ কম্পনের মাপ ছিল ৩.২ থেকে ৪.৭ ৷ আড়াই ঘণ্টা পরপর হয়েছিল আফটার শক ৷ মোট ১৮ টি আফটার শক হয় ৷ মধ্য অসমের ব্রহ্মপুত্রের দু'দিকেই এই ধাক্কা এসেছে বলে জানা গিয়েছে ৷ ৩০ এপ্রিলও ফের একবার ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। এদিন রিখটার স্কেলে কম্পনের মাপ ছিল ৩.২ ৷