পেট্রোল-ডিজেলের দাম ৩০ মে কলকাতা,মুম্বই, দিল্লিতে কত, একনজরে তালিকা

পেট্রোল, ডিজেলের অগ্নিমূল্যে গোটা দেশ নাজেহাল। করোনার প্রবল সংকটের মধ্যেই ক্রমেই বেড়ে গিয়েছে জ্বালানির দাম। গতকালই কলকাতায় পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়ে যায়। ডিজেলের দাম ২৮ পয়সা দামী হয়। এই পরিস্থিতিতে মুম্বইতে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে। দেখে নেওয়া যাক শনিবারের পর রবিবার ভারতের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেল কত টাকা দামে বিক্রি হয়েছে।

কলকাতায় পেট্রোল ডিজেলের দাম

রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৩.৯৭ টাকা । প্রসঙ্গত শনিবার শহরে এই জ্বালানি বিক্রি হয়েছে লিটার প্রতি ৯৩.৯৭ টাকা দামে। অন্যদিকে, কলকাতায় ৮৭.৭৪ টাকা দামে লিটার প্রতি ডিজেল বিক্রি হয়েছে। ১ লিটারে গতকাল ডিজেল বিক্রি হয়েছে ৮৭.৭৪ টাকা দামে।

মুম্বই

মুম্বইতে ডিজেলের দাম আজ ৯২.১৭ টাকা ছিল। গতকাল মায়ানগরীতে ডিজেলের দাম ছিল ৯২.১৭ টাকা। আজ মুম্বইতে পেট্রোলের দাম ১০০.১৯ টাকা। শনিবারও এই শহরে পেট্রোলের দাম ১০০ পার করে ১০০.১৯ টাকা ছিল লিটার প্রতি।

দিল্লি

দিল্লিতে পেট্রোলের দাম ৯৩.৯৪ টাকা আজ। শনিবার এই জ্বালানির দাম ৯৩.৯৪ টাকা ছিল। গতকালের মতোই শহরে এদিনও ডিজেলের দাম ৮৪.৮৯ টাকা রয়েছে।

চেন্নাই

ডিজেলের দাম আজ চেন্নাইতে ৮৯.৬৫ টাকা রয়েছে লিটার প্রতি । শনিবারও ৮৯.৬৫ টাকায় এই শহরে ডিজেল বিক্রি হয়। এদিকে শনিবারের দাম ধরেই চেন্নাইতে লিটার প্রতি ৯৫.৫১ টাকা হয়েছে পেট্রোলের দাম।

(তথ্য সূক্র -গুড রিটার্নস)

More PETROL News  

Read more about:
English summary
Petrol and Diesel Price in India on 30 May 2021 in Latest Bengali News
Story first published: Sunday, May 30, 2021, 13:31 [IST]