কলকাতায় পেট্রোল ডিজেলের দাম
রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছিল ৯৩.৯৭ টাকা । প্রসঙ্গত শনিবার শহরে এই জ্বালানি বিক্রি হয়েছে লিটার প্রতি ৯৩.৯৭ টাকা দামে। অন্যদিকে, কলকাতায় ৮৭.৭৪ টাকা দামে লিটার প্রতি ডিজেল বিক্রি হয়েছে। ১ লিটারে গতকাল ডিজেল বিক্রি হয়েছে ৮৭.৭৪ টাকা দামে।
মুম্বই
মুম্বইতে ডিজেলের দাম আজ ৯২.১৭ টাকা ছিল। গতকাল মায়ানগরীতে ডিজেলের দাম ছিল ৯২.১৭ টাকা। আজ মুম্বইতে পেট্রোলের দাম ১০০.১৯ টাকা। শনিবারও এই শহরে পেট্রোলের দাম ১০০ পার করে ১০০.১৯ টাকা ছিল লিটার প্রতি।
দিল্লি
দিল্লিতে পেট্রোলের দাম ৯৩.৯৪ টাকা আজ। শনিবার এই জ্বালানির দাম ৯৩.৯৪ টাকা ছিল। গতকালের মতোই শহরে এদিনও ডিজেলের দাম ৮৪.৮৯ টাকা রয়েছে।
চেন্নাই
ডিজেলের দাম আজ চেন্নাইতে ৮৯.৬৫ টাকা রয়েছে লিটার প্রতি । শনিবারও ৮৯.৬৫ টাকায় এই শহরে ডিজেল বিক্রি হয়। এদিকে শনিবারের দাম ধরেই চেন্নাইতে লিটার প্রতি ৯৫.৫১ টাকা হয়েছে পেট্রোলের দাম।
(তথ্য সূক্র -গুড রিটার্নস)