গোটা বিশ্বই ভারতীয়দের ‘জুগাড়ের’ দক্ষতা সন্মন্ধে অবগত। লাইফ হ্যাকস এবং এরকম অনেকগুলি দেশী ‘জুগাড়ের’ ভিডিও (Jugaad Video) সম্প্রতি সামাজিক মাধ্যমের দৌলতে আমাদের সামনে আসছে, যা এক মুহূর্তে বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়ায়। দেশে মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে প্রত্যেকেই নিজের মতো করে পথ অনুসরণ করছে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একটি মাধ্যম টুইটারে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে যে কেউই অবক হবেন।

আইপিএস অফিসার (IPS Officer) রুপেন শর্মা এই জুগাড়ের ভিডিও শেয়ার করেছেন। দেশে করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব এবং ফেস মাস্ক পরার মতো আরও একাধিক নিয়ম বিঁধি অনুসরণ করার উপর জোর দেওয়া হচ্ছে। বেশিরভাগ লোকেরাও এই নিয়ম গুলি অনুসরণ করছেন। আর করোনার এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে সংক্রমণের হাত থেকে বাঁচার একাধিক সব আজব ও অদ্ভুত ধারণা বা উপায় নিয়ে হাজির হচ্ছেন মানুষজন। যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটনাগরিকরা। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা দেখে আপনিও হাসি থামাতে পারবেন না।

ভাইরাল (Viral) হওয়া ভিডিও টিতে দেখা যাচ্ছে, দুই যুবক বাইকে বসে অনুসরণ করছে সামাজিক দূরত্ব। শুধু তাই নয়, ভাইরাসের হাত থেকে বাঁচতে ডমেস্টিক ল্যান্ড বুদবুদ পরিষেবাটিও অবলম্বন করছে। পাশাপাশি, অটো, ক্যাব বা ট্যাক্সির ন্যায় পলিথিনের ঢালও ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

#Domestic #Land_Bubble Service

Safety Measures फ़ॉर #Corona pic.twitter.com/Vo8qrJf55o

— Rupin Sharma IPS (@rupin1992) May 25, 2021

 এই দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত সর্বত্র কতই না কাণ্ড ঘটে চলে প্রতিদিন । কখনও ব্যাঙ্গাত্মক, কখনও হাস্যকর বা কখনও বিতর্কিত। সে সব কাণ্ড এখন খবু সহজেই পৌঁছে যায় মানুষের দোরগোড়ায় । সৌজন্যে সেই সামাজিক মাধ্যম । মুঠোবন্দী ফোন আর নেটপাড়ার সুবাদে সকলের হাতে হাতে এখন ভাইরাল পোস্ট (Viral Post) পৌঁছে হযে যায় নিমেষেই । তাই দেশের আনাচে-কানাচে কী ঘটনা ঘটে চলেছে সেটাও অজানা থাকে না কারও কাছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.