টাইমস স্কোয়ারের পর এবার ফ্লোরিডায় আচমকা বন্দুকবাজের হানা। সূত্রের খবর এদিন মিয়ামীতে একটি কনসার্টের বাইরে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে বলে জানা যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত ২০ জনের বেশি। তবে জনবহুল এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের।
এদিন ফ্লোরিডার উত্তর-পশ্চিমে মিয়ামি গার্ডেনগুলির নিকটে বাণিজ্যিক এস্টেটের বিলিয়ার্ডস হলেই এই কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে খবর মিয়ামি পুলিস সূত্রে। এমনকী এই অনুষ্ঠানের বিষয়ে বেশ কয়েকদিন ধরে প্রচার করা হচ্ছিল। তবে কনসার্ট হলের ভিতরে না ঢুকে বাইরে থেকে গুলি চালিয়ে কেন পালালো দুষ্কৃতিরা সেই কথা ভাবাচ্ছে মিয়ামি পুলিশকে।
সূত্রের খবর, এদিন অনুষ্ঠান চলাকালীন আচমকা কনসার্ট হলের বাইরে একটি চারচাকাকে দাঁড়াতে দেখা যায়। সেই সময় বাইরে অপেক্ষারত অভ্যাগত ও নিরাপত্তা রক্ষীরা গাড়িটিকে শুরুতেই কোনও আমন্ত্রিতের গাড়ি বলে ধরে নেন। কিন্তু কিছু সময় পর ভুল ভাঙে তাদের। ওই গাড়ি থেকেই তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেমে নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে খবর। পরে সেই গাড়ি করেই চম্পট দেয় দুষ্কতিরা।
লক্ষ লক্ষ টাকা গায়েবের পরেও অক্ষত একের পর এক এটিএম, রহস্য উদঘাটনে লালবাজার
এদিকে এই ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত কয়েক বছরে গোটা মার্কিনমুলুকেই বন্দুকবাজের হানা আগের থেকে কয়েক গুণ বেড়ে গিয়েছে। যা ভাবাচ্ছে সরকারকেও।স্কুল থেকে কলেজ, শপিং মল প্রতিটা জায়গাকেই টার্গেট করেছে দুষ্কৃতিরা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একটি অফিস, কলোরাডোর একটি মুদির দোকান এবং আটলান্টায় বেশ কয়েকটি স্পায় সাম্প্রতিক মাসগুলিতে বন্দুবাজেদের অতর্কিত হানা লক্ষ্য করা গিয়েছে।