ঘোষণা হতে পারে এক ব্যক্তি এক পদ নীতি
সূত্রের খবর অনুযায়ী, ৫ মে-র বৈঠকে তৃণমূল সুপ্রিমো দলে এক ব্যক্তি একপদ নীতির ঘোষণা করতে পারেন। তাহলে সংগঠনকে চাঙ্গা করা আরও সহজ হবে বলেও মনে করছেন, দলের অনেক নেতা। এব্যাপারে অনেকে কাজের সুযোগ পাবেন। খুশি হবেন অনেক নেতা-কর্মীরা।
তালিকায় সামনে বেশ কয়েকজনের নাম
যদি তৃণমূলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে বর্তমানে মন্ত্রী ও জেলা সভাপতি দায়িত্ব সামলানো বেশ কয়েকজনকে একটি দায়িত্ব ছাড়তে হবে। তার মধ্যে রয়েছেন, উত্তর ২৪ জেলা তৃণমূলের সভাপতি এবং বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও এই তালিকায় রয়েছেন, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি তথা প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি তথা সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।
এই তালিকায় রয়েছেন রাজ্যের আরও দুই মন্ত্রীও। হাওড়া শহর ও গ্রামীণ তৃণমূলের দুই সভাপতি অরূপ রায় এবং পুলক রায় রাজ্যের দুই দফতরের মন্ত্রী।
লক্ষ্য ২০২৪, ২০২৬
তৃণমূলের লক্ষ্য দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করা। তার জন্য এই রাজ্যের ৪২ টি আসন অনেকটাই সাহায্য করতে পারে। ২০১৯-এ তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশ স্লোগান দিলেও, বিজেপি রাজ্য থেকে ১৬ টি আসন বাড়িয়ে নেয়। পাশাপাশি দেশের অন্য রাজ্য থেকেই বাড়তি আসন পায়। তা আর হতে দিতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম লক্ষ্য ২০২৪-এর লোকসভা আর পরবর্তীতে ২০২৬-এর বিধানসভা।
কাজ চালিয়ে যেতে পারেন প্রশান্ত কিশোর
তৃণমূল সূত্রে আরও খবর, প্রশান্ত কিশোরকে ২০২১-এর বিধানসভা নির্বাচনের দায়িত্ব দেওয়া হলেও, পরবর্তী সময়েও তিনি কাজ চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে রাজ্যে একটি ছোট টিম নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে এব্যাপারে তৃণমূলের তরফে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।