নয়া দিল্লি: আগামী দিনে Samsung লঞ্চ করতে পারে তিনটি ট্যাব। সম্প্রতি এমনই একটি গুজব সামনে এসেছে। মনে করা হচ্ছে সংস্থার তরফে প্রকাশ করা হতে পারে Galaxy Tab S8 Ultra, Galaxy Tab S8+, এবং Galaxy Tab S8 গুলি। এর পাশাপাশি আসন্ন ট্যাবগুলির কোডনামও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নতুন ট্যাবগুলির কোডনাম রাখা হয়েছে যথাক্রমে Basquiat 3, Basquiat 2, and Basquiat 1।

তবে একটি মজার বিষয় হচ্ছে সংস্থার লঞ্চের আগে আসন্ন ট্যাবগুলির বেশকিছু তথ্য ঘুরে বেড়াচ্ছে অনলাইন মাধ্যমে। এই ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, সংস্থার আসন্ন তিনটি ট্যাবে থাকতে পারে ১২০ হার্জ রিফ্রেস রেটের পরিষেবা। এছাড়াও Galaxy Tab S8 Ultra এবং Galaxy Tab S8+ মডেলে OLED ডিসপ্লের ব্যবস্থা থাকতে পারে বলেও আশাকরা হচ্ছে। যেখানে আবার Galaxy Tab S8 পাওয়া যেতে পারে LTPS TFT ডিসপ্লের সুবিধা। যদিও এই সমস্ত বৈশিষ্ট্যের বিষয়ে সংস্থার তরফে কিছুই উল্লেখ করা হয়নি।

Samsung Galaxy Tab S8 Ultra এর বৈশিষ্ট্য (অনুমান)

মনে করা হচ্ছে সংস্থার আসন্ন Samsung Galaxy Tab S8 Ultra থাকবে একটি ১৪.৬ ইঞ্চি OLE ডিসপ্লের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেস রেটের ব্যবস্থা। 8GB + 128GB এবং 12GB + 512GB দুটি স্টোরেজের বিকল্পে গ্রাহকরা পাবে ট্যাবটি। পাশাপাশি ক্যামেরার জন্য দেওয়া হবে একটি dual rear ক্যামেরা সেটআপ। যার মধ্যে যুক্ত থাকবে একটি 13-megapixel primary সেন্সার এবং একটি 5-megapixel secondary সেন্সার। সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য রাখা হবে একটি 8-megapixel সেন্সার সহ একটি 5-megapixel সেন্সার এবং একটি ultra-wide-angle লেন্সের ব্যবস্থা। এছাড়াও একটি 12,000mAh ব্যাটারি পরিষেবা রয়েছে, যা ৪৫ দ্রুত চার্জিং সমর্থন করে।

Galaxy Tab S8+ এর বৈশিষ্ট্য (অনুমান)

দক্ষিন কোরিয়ান সংস্থার Samsung Galaxy Tab S8+ থাকবে একটি ১২.৪ ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে একটি ১২০ হার্জ রিফ্রেস রেটের সুবিধা। এই মডেলটিও দুটি স্টোরেজের বিকল্পে পাবে গ্রাহকরা। সংস্থার তরফে দেওয়া হবে 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজের বিকল্প। পাশাপাশি ক্যামেরার জন্য থাকবে একটি rear camera সেটআপের ব্যবস্থা। সেলফি জন্য দেওয়া হবে একটি 8-megapixel ক্যামেরার পরিষেবা। এছাড়াও রাখা হবে একটি 10,090mAh ব্যাটারি পরিষেবা।

Galaxy Tab S8 এর বৈশিষ্ট্য (অনুমান)

একটি ১১ ইঞ্চি LTPS TFT ডিসপ্লের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেস রেটের ব্যবস্থা পাওয়া যাবে সংস্থার Galaxy Tab S8-এ। আশাকরা হচ্ছে ক্যামেরার বৈশিষ্ট্যটি Galaxy Tab S8+ এর মতো একই রাখা হতে পারে। ব্যাটারি পরিষেবার জন্য গ্রাহরা পাবে 8,000mAh এর একটি ব্যাটারি পরিষেবা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.