তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কমিউনিটি কিচেনের উদ্বোধন হলো রাজারহাট ভাটেন্ডা পশ্চিমে। উদ্বোধন করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর।
আজ রাজারহাটে পশ্চিম ভাতেন্ডা এলাকায় তাপস চট্টোপাধ্যায় ও প্রবীর করের উপস্থিতিতে ৭০ জনকে নিয়ে উদ্বোধন করা হলো কমিউনিটি কিচেনের। যেটা এই প্যানডেমিক পরিস্থিতিতে অত্যন্ত দরকারি। এই কিচেন থেকে যারা সাহায্য নেবেন আগের দিন রাতের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করাতে হবে।
মুকুল-পুত্র শুভ্রাংশু কি তৃণমূলের পথে, ফেসবুক-পোস্টের পর মুখ খুলে কী জানালেন তিনি
এরপরই প্রয়োজনীয় পরিমাণ মতো খাবার তারা রান্না করবে এবং তারপর লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার। বিশেষত যারা করোনায় আক্রান্ত পরিবার, বাইরে বেরোতে পারছে না, পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এই পরিস্থিতিতে যাদের কাজ বন্ধ সেই সমস্ত পরিবারের কথা ভেবেই এই কমিউনিটি কিচেন এর উদ্বোধন।
রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর যুবসমাজকে শুভেচ্ছা জানিয়েছে তাদের এই উদ্যোগের জন্য।