মহারাষ্ট্র মন্ত্রীসভায় বোমাতঙ্ক, গোটা এলাকা ঘিরে পুলিশি নিরাপত্তা, উত্তেজনা মুম্বইয়ে

মহারাষ্ট্রের মন্ত্রীসভার সচিবালয়ে বোমাতঙ্ক। বিস্ফোরক রাখা আছে মুম্বইয়ের মন্ত্রীসভার সচিবলায়ে, এরকম ফোন পাওয়ার পর মুম্বই পুলিশ ও বোম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াড দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থানে।


মহারাষ্ট্র মন্ত্রণালয়ের বিপর্যয় মোকাবিলা বিভাগের কাছে রবিবার দুপুর ১২টা ৪০ নাগাদ একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে এবং বলা হয় যে মুম্বইয়ের মন্ত্রালয় ভবনে বোম রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়াড মহারাষ্ট্রের মন্ত্রীসভার সচিবালয়ে পৌঁছায় এবং গোটা এলাকাটি ভালো করে পর্যবেক্ষণ করে কোনও বিস্ফোরক রাখা রয়েছে কিনা। মুম্বই পুলিশের মতে, এই ঘটনা প্রাথমিকভাকে ভুয়ো ফোনের ঘটনা বলেই মনে করা হচ্ছে। তদন্ত চলছে। প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার তদন্তে নামে এনআইএ এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এক অফিসার সচিন বেজকে গ্রেফতার করা হয়। তবে রবিবারের ঘটনা কে বা কারা করেছে এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

লক্ষ লক্ষ টাকা গায়েবের পরেও অক্ষত একের পর এক এটিএম, রহস্য উদঘাটনে লালবাজার লক্ষ লক্ষ টাকা গায়েবের পরেও অক্ষত একের পর এক এটিএম, রহস্য উদঘাটনে লালবাজার

অতীতে বহু বিস্ফোরণের সাক্ষী থেকেছে আমচি মুম্বই। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ, মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণ, ২৬/‌১১–এর ঘটনার মতো বহু বিস্ফোরণের ঝড় সামলেছে এই বাণিজ্য নগরী। তবে কোনওবারই মুখ থুবড়ে পড়েনি এই শহর, বরং নতুন উদ্যম নিয়ে ফের পথ চলা শুরু করেছে মুম্বই নগর। সম্প্রতি এই শহরে করোনা সংক্রমণের কারণে লকডাউন চলছে তার ওপর রবিবার হওয়ায় মন্ত্রীসভার সচিবালয় ফাঁকাই ছিল। তবে পুরো এলাকা মুম্বই পুলিশ ঘিরে রেখেছে।

More MUMBAI News  

Read more about:
English summary
security beefed up at mantralaya in mumbai after bomb threat