মহারাষ্ট্রের মন্ত্রীসভার সচিবালয়ে বোমাতঙ্ক। বিস্ফোরক রাখা আছে মুম্বইয়ের মন্ত্রীসভার সচিবলায়ে, এরকম ফোন পাওয়ার পর মুম্বই পুলিশ ও বোম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াড দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থানে।
লক্ষ লক্ষ টাকা গায়েবের পরেও অক্ষত একের পর এক এটিএম, রহস্য উদঘাটনে লালবাজার
অতীতে বহু বিস্ফোরণের সাক্ষী থেকেছে আমচি মুম্বই। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ, মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণ, ২৬/১১–এর ঘটনার মতো বহু বিস্ফোরণের ঝড় সামলেছে এই বাণিজ্য নগরী। তবে কোনওবারই মুখ থুবড়ে পড়েনি এই শহর, বরং নতুন উদ্যম নিয়ে ফের পথ চলা শুরু করেছে মুম্বই নগর। সম্প্রতি এই শহরে করোনা সংক্রমণের কারণে লকডাউন চলছে তার ওপর রবিবার হওয়ায় মন্ত্রীসভার সচিবালয় ফাঁকাই ছিল। তবে পুরো এলাকা মুম্বই পুলিশ ঘিরে রেখেছে।